মমতার খাসতালুক ভবানীপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে তৃণমূল! চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভেন্দু

লোকসভা ভোটে (Election Result) বাংলার ২৯ কেন্দ্রে জোড়াফুল ফুটেছে। মাত্র ১২টি আসন পেয়ে দৌড় থেমেছে বিজেপির। তবে তাতেও স্বস্তিতে নেই তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে…

লোকসভা ভোটে (Election Result) বাংলার ২৯ কেন্দ্রে জোড়াফুল ফুটেছে। মাত্র ১২টি আসন পেয়ে দৌড় থেমেছে বিজেপির। তবে তাতেও স্বস্তিতে নেই তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিধানসভা, পুরসভা, ওয়ার্ড, ব্লক ভিত্তিক ফলাফল সামনে আসতেই ঘুম উড়েছে রাজ্যের শাসকদলের। এরই মধ্যে এক্স হ্যান্ডেলে বোমা ফাটালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলে শুভেন্দু দাবি করেছেন, ‘মাননীয়া নিজে পর্যালোচনা করে দেখুন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা (উনি নিজেই এখানকার কম্পার্টমেন্টাল বিধায়ক), সেই বিধানসভা ক্ষেত্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি তে – ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভাল ব্যবধান এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল পিছিয়ে রয়েছে।’

   

শুভেন্দু তথ্য অনুযায়ী, ৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাপ্ত ভোট ৫৭৯৮ আর তৃণমূলের ৪৩৩০। ৭০ নম্বর ওয়ার্ডে, বিজেপির প্রাপ্ত ভোট ৬৭১৫ আর তৃণমূলের ৩১৩৮। বাকি ৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডেও দেড় থেকে দু’হাজার ভোটে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী রায়ের তুলনায় পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়।

‘দুঃখিত, ক্ষমা চাইছি’, রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় দোষ স্বীকার সোহমের

একই সঙ্গে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, ‘দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না ! কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন তার ফলাফল তুলে ধরলাম…’

শুভেন্দুর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথ: ২০২১ বিধানসভা নির্বাচনে এই বুথে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৯৫ টি ভোটে এগিয়ে ছিলাম। ২০২৪ লোকসভা নির্বাচনে: বিজেপি – ৩৮০, তৃণমূল – ১৯৮, ব্যবধান – ১৮২। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রভাত কুমার কলেজের বুথ:- ২০২৪ লোকসভা নির্বাচনে: বিজেপি – ৫০৫, তৃণমূল – ৪৩২, ব্যবধান – ৭৩।’

‘এটা ঠিক করলেন না দাদা’, তৃণমূল সাংসদ প্রসূনকে তোপ মন্ত্রী মনোজের! কী হল?

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।