খাস কলকাতায় অবাক কাণ্ড! দুই স্টেশনের দূরত্ব মাত্র কয়েক সেকেণ্ডের

সার্ধশতাব্দী প্রাচীন ভারতী রেল গোটা দুনিয়ার চতুর্থ বৃহত্তম পরিষেবা। দূরে হোক বা কাছে, দেশের অভ্যন্তরে কম খরচে নানা জায়গা যাতায়াতে রেলের জুড়িমেলা ভার। এই রেলের…

distance between Tollygunge and Lake Gardens stations under Calcutta Sub-Urban Rail is just few seconds, কলকাতা সাব-আর্বান রেলের অন্তর্গত টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের

সার্ধশতাব্দী প্রাচীন ভারতী রেল গোটা দুনিয়ার চতুর্থ বৃহত্তম পরিষেবা। দূরে হোক বা কাছে, দেশের অভ্যন্তরে কম খরচে নানা জায়গা যাতায়াতে রেলের জুড়িমেলা ভার। এই রেলের এমন অনেক কিছুই রয়েছে যা অবাক করে দেয়। যার তেকেই জন্ম হয় রেল নিয়ে নানা কৌতুলহেলর। এখন রইল এমনই এক অবাক করা বিষয়।

ভারতজুড়ে রয়েছে কয়েক হাজার রেস স্টেশন। যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। আজকের অবাক করা কাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতা!

   

এমন দুই স্টেশনের কথা আপনাদের জানাব যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড! অবাক হচ্ছেন? দু’টো স্টেশনের মধ্যে দূরত্ব কত? ভেবে আকুল হচ্ছেন তো?

ট্রেনে চড়েন, দেখেওছেন ট্রেনের গায়ে লেখা ৫ সংখ্যার কোড! জানেন কী কাজে লাগে?

সাধারণত, দু’টি পৃথক স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব হয়ে থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব হয় অন্তত ২ থেকে ৩ কিমি হয়ে থাকে। কিন্তু কোনওক্ষেত্রেই মাত্র কয়েক সেকেন্ডের দীরত্ব হয় না। তাহলে?

এই দু’টি স্টেশন রয়েছে খাস কলকাতাতেই। কলকাতা সাব-আর্বান রেলের টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশনের দূরত্ব নেহাতই কম। কয়েক মিটারের ব্যবধান। জানলে অবাক হতে হয় যে, টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! এই দূরত্ব লোকাল ট্রেনের ৪টি কামরার সমান। ফলে যেতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।

১২ কামরার ট্রেনের দৈর্ঘ ২০০ মিটারের থেকে সমান বা কিছুটা বেশি। তাই ১২ কামরার ট্রেন হলে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স- এই দুই স্টেশন থেকেই একই ট্রেনে যাত্রীরা ওঠানামা করতে পারেন।