মোহনবাগানে আরও এক বাঙালি ফুটবলার

রিজার্ভ দলকে ঢেলে সাজাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিচ্ছেন ইউনাইটেড স্পোর্টসের আরও এক ফুটবলার। আসন্ন মরসুমের রিজার্ভ দলের জন্য ইতিমধ্যে একাধিক ফুটবলারকে…

mohun bagan fans girl

রিজার্ভ দলকে ঢেলে সাজাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিচ্ছেন ইউনাইটেড স্পোর্টসের আরও এক ফুটবলার। আসন্ন মরসুমের রিজার্ভ দলের জন্য ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে বাগান। শনিবার পাওয়া গেল আরও এক সই সংবাদ।

জানা গিয়েছে, ইউনাইটেড স্পোর্টসে রাজা বর্মন যোগ দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। সপ্তাহের প্রথম দিন থেকে অনুশীলনে যোগ দিতে পারেন তিনি। মূলত ঘরোয়া মরসুমের কথা মাথায় রেখে উঠতি প্রতিভাদের দলে নিচ্ছে মোহনবাগান। সামনেই কলকাতা ফুটবল লিগ। সেখানেই একাধিক নতুন ফুটবলারকে পরখ করে নিতে পারবে সবুজ মেরুন ব্রিগেড।

   

মূলত কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে রগোলরক্ষক রাজা বর্মনকে অনুশীলনে ডেকেছে মোহনবাগান। ইউনাইটেড স্পোর্টসের এই ফুটবলার আই লিগ ২-এ নজর কেড়েছে। ইউনাইটেড স্পোর্টস ছাড়া রাজা অতীতে এটিকে’র বয়স ভিত্তিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। শিবজিয়ান্সের বয়স ভিত্তিক দলেও ছিলেন রাজা।

কিছু দিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টের একাধিক সই সংবাদ পাওয়া গিয়েছিল। ইউনাইটেড স্পোর্টস থেকে ইতিপূর্বে একাধিক ফুটবলারকে দলে নিয়েছে বাগান। সায়ন দাস ও সুব্রত মুর্মুকেও বেগুন ব্রিগেড থেকে নিজেদের স্কোয়াডে সামিল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত মোহনবাগান সংরক্ত বেশিরভাগ সই সংবাদ এসেছে ঘরোয়া লিগ সম্পর্কিত।. জানা গিয়েছিল, লোপেজ হাবাসের পরামর্শেই জুনিয়র ফুটবলার স্কাউট করার আগে জোর দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।