‘আমরা বসে থাকার জন্য যাচ্ছি না’, মমতার দিল্লি কাঁপানোর হুঙ্কার

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। শরিক সমর্থনে এবার তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে মোদী। এই প্রেক্ষাপটে তাল ঠুকছে বিরোধী ‘ইন্ডি’ জোট। কার্যত টলমল এনডিএ সরকারকে সংসদে…

tmc supremo mamata banerjees message to party winning candidate in lok sabha election 2024 at kalighat, 'আমরা বসে থাকার জন্য যাচ্ছি না', মমতার দিল্লি কাঁপানোর হুঙ্কার

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। শরিক সমর্থনে এবার তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে মোদী। এই প্রেক্ষাপটে তাল ঠুকছে বিরোধী ‘ইন্ডি’ জোট। কার্যত টলমল এনডিএ সরকারকে সংসদে নাস্তানাবুদ করতে মরিয়া রাহুল, অখিলেশ, অভিষেকরা। যার আঁচ শনিবার বিকেলে হুঙ্কারের সুরেই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের জয়ী ২৯জন প্রার্থীকে নিয়ে এ দিন কালীঘাটে শনিবার বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের শীর্ষ নেতা, জেলা সভাপতিরা। সেখানেই ডূড়ান্ত হয় যে, এবারও লোকসভায় তৃণমূলের দলনেতা থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ই, লোকসভায় মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার কাকলি ঘোষদস্তিদার। প্যানেল অব চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নাম পরে বলব। আর রাজ্যসভায় দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ, নাদিম চিফ হুইপ। তৃণমূলের সংসদীয় চেয়ারপার্সন হিসাবে তাঁকে মনোনীত করার জন্য ধন্যবাদজানিয়েচেন নেত্রী।

   

বৈঠকেই বিজেপিকে নিশানার রূপরেখা বেঁধে দেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ‘আমরা এখন অনেক শক্তিশালী। সব দলই শক্তিশালী, কিন্তু তৃণমূল কংগ্রেস সংসদে তৃতীয় বৃহত্তম দল। রাজ্যসভা লোকসভা দেখুন, আমরা ৪২।’ তাঁর হুঁশিয়ারি, ‘আমাদের সাংসদদের স্পষ্ট করেছি, আমাদের পারফরমেন্স নিয়ে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। ইন্ডিয়া ব্লক সবটা দেখছে। পরিবর্তন চাইছে সকলে। এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া।’

কোন কোন ইস্যুতে এবার মোদী সরকারকে সংসদে চেপে ধরবে তৃণমূল? জবাব মিলেচে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দিনের কথায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এনআরসি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড যেগুলি গায়ের জোরে পাশ করানো হয়েছে। ভোটের ফলও বদলে দিয়েছে। অবজারভার যে এসেছিল, লোডশেডিং করে জেতা সিটেও হারিয়ে দিয়েছে। এত কিছুর পরও আমরা দেখছি। গ্যারান্টি কতটা কী হচ্ছে। আমরা দাবি করব, প্রত্যেক রাজ্যের যা পাওনা শীঘ্র দিতে হবে।’

আরও ৩-৪টে আসন পেতাম, বিজেপি ভোট লুট করেছে, বিস্ফোরক অভিযোগ মমতার

তৃণমূল নেত্রীর সংকল্প, ‘শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে ১৪৭ জনকে তাড়িয়ে দিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যে কোনও বিল পাশ করে দেবেন। এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা। এনআরসি বাতিল করতে।’

এরপরই তৃণমূল সুপ্রিমো বড় ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। যে কটা দিন থাকে একটু সামলাতে দিই, একটু দেখতে দিন নিজেদের কাকে কতদূর সন্তুষ্ট রাখতে পারছে।’

শেষে, ‘এনডিএ’ এবং ‘ইন্ডি’ জোটের চরিত্রগত তফাৎ বোঝাতে মমতার দাবি, ‘সকলের প্রতি সম্মান জানিয়েই বলি, যাঁরা ওখানে আছেন তাঁদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না। আমরা মানুষের ভাল, দেশের ভাল চাই। আমরা ডেডিকেটেড।’