চিকিৎসায় গাফিলতি হলেই ৫ বছরের জেল! মোদীর ন্যায় সংহিতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকরা

দিন কয়েক আগেই নতুন ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই আইন নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ। আজ, সোমবার রাজ্যের বিভিন্ন…

Medical College Doctors Protest Unreasonable Punishment in Bharatiya Nyaya Sanhita

দিন কয়েক আগেই নতুন ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই আইন নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ। আজ, সোমবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখান চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন, হাউজস্টাফরা। ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের অযথা হয়রানি এবং জেল জরিমানার মুখে পড়তে হবে, এই আশঙ্কা প্রকাশ করেই বিক্ষোভ দেখান তাঁরা।

এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা। মেডিক্যাল কলেজের সুপার এবং বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সমস্তটা না বুঝেই এই আইন চালু করেছে। এর ফলে তাঁরা সমস্যায় পড়বেন। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়ারা।

   

IPC 304 ধারা অনুযায়ী, চিকিৎসায় গাফিলতির হলে ডাক্তারদের সর্বোচ্চ ২ বছরের জেল ও জরিমানা হতে পারে। কিন্তু IPC 304 এর বদলে BNS Act 106 চালু করার বলা হয়েছে নতুন ন্যায় সংহিতা আইনে। সেখানে উল্লেখ করা হয়েছে, চিকিৎসায় গাফিলতির হলে ডাক্তারদের সর্বোচ্চ ৫ বছরের জেল ও জরিমানা হতে পারে। এর ফলে আশঙ্কার ভুগছেন চিকিৎসক, ইন্টার্ন, হাউজস্টাফ থেকে শুরু করে মেডিক্যাল পড়ুয়ারা।

ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!

এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে সুপারের দফতরের সামনে ধর্না দেন পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন তাঁরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এই আইন মানছি না মানব না। বিক্ষোভকারী পড়ুয়াদের কথায়, রেফার সহ সরকারি হাসপাতালে যে সমস্ত রোগীরা আসেন, তাঁদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়। এই আইন চালু হলে মানবদরদী হয়ে ওঠা বন্ধ করে দেবেন।

আরজিকর হাসপাতালে বিক্ষোভরত এক শিক্ষক-চিকিৎসক বলেন, আমরা চাই যে এই BNS Act 106 যেন অবিলম্বে প্রত্যাহার করা হোক। কেন্দ্রীয় সরকার করেছে এটা জোর করে, এতগুলো সাংসদকে সাসপেন্ড করে। অবিলম্বে যেন এটা প্রত্যাহার করে নেওয়া হয়। এই হচ্ছে আমাদের বক্তব্য। এই জন্য ছাত্ররা সব এসেছে। সম্মিলিত ভাবে আমরা এখানে এসেছি। এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ জানাব।

লোকসভার সাংসদদের বেতন কত, কী কী সুযোগ-সুবিধা?