আগত ফুটবল সিজনে এএফসির টুর্নামেন্ট খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সেজন্য, আগের থেকে নিজেদের আরো শক্তিশালী করাই প্রধান উদ্দেশ্য তাদের। যারফলে গত মরশুমের শেষেই নিজেদের একাধিক খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। তেমনটাই হয়েছে গত কয়েক সপ্তাহে। বদলে দলে আনা হয়েছে একের পর এক তারকা ফুটবলার। শুধুমাত্র বিদেশি নয়,দেশীয় ব্রিগেডকে ও এবার আরো শক্তিশালী করছে ক্লাব।
বিশেষ সূত্র মারফত খবর, জাতীয় দলের আরো এক ফুটবলারকে নাকি সই করাতে চলেছে সবুজ-মেরুন। তারপর থেকেই সামনে আসতে শুরু করে দেশের একাধিক খেলোয়াড়দের নাম। যাদের মধ্যে ব্যাপকভাবে শোনা গিয়েছে রহিম আলির কথা। আগের বছর চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় ফুটবলার। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
কিন্তু তবুও ইগর স্টিমাকের শিবিরে ডাক পান বাংলার এই ফুটবলার। এমনকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ও তাকে নামিয়েছিলেন কোচ। কিন্তু কাজের কাজ হয়নি। বরং সহজ সুযোগ নষ্ট করেই মাঠ ছাড়তে হয়েছিল এই ফরোয়ার্ডকে। মাসকয়েক আগেই এই ফুটবলারের সাথে চুক্তির মেয়াদ ফুরিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। আসন্ন ফুটবল সিজনের জন্য অনেক আগে থেকেই তার দিকে নজর রাখতে শুরু করেছে আইএসএলের একাধিক ফ্রাঞ্চাইজি।
পাশাপাশি ব্যাপকভাবে উঠে আসতে থাকে ইশান পণ্ডিতার কথা। শেষ মরশুমে দক্ষিণের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই তারকাকে। সেখানে একাধিক ম্যাচ খেললেও গোলের দেখা পাননি বছর ছাব্বিশের এই ফরোয়ার্ড। নিঃসন্দেহে যা হতাশাজনক। কিন্তু এই ফুটবলারের সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি বাকি থাকলেও ট্রান্সফার ফি এর মাধ্যমে তাকে অন্যত্র পাঠাতে রাজি দক্ষিণের এই ফুটবল ক্লাব।
তাছাড়া জানা গিয়েছে আইজলের ফুটবলার ফ্রেডি লালরুয়াতফেলার কথা। গত বছর যুব দলের হয়ে খেলেছিলেন তিনি। বিশেষ করে মাঝমাঠে এই ফুটবলারের সক্রিয়তা দেখা গিয়েছিল ব্যাপকভাবে। সেজন্য তাকে পাওয়ার জন্য আসরে নেমেছিল আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবল ক্লাব। কিন্তু কে আসবেন এবার মোহনবাগানে? এখন সেটাই দেখার।