বুমেরাং’ দেখতে গেলেন দেব-রুক্মিণী, ফাঁকে দিলেন সারপ্রাইজ ভিজিট

শনিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল (South City) এ আয়োজিত হয়েছিল জিৎ-রুক্মিণী (Jeet-Rukmini Maitra) অভিনীত ‘বুমেরাং’ (Boomerang) ছবির একটি স্পেশাল স্ক্রীনিং (Special Screening)। বন্ধুদের সঙ্গে…

boomerang

শনিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল (South City) এ আয়োজিত হয়েছিল জিৎ-রুক্মিণী (Jeet-Rukmini Maitra) অভিনীত ‘বুমেরাং’ (Boomerang) ছবির একটি স্পেশাল স্ক্রীনিং (Special Screening)। বন্ধুদের সঙ্গে ছবিটি উপভোগ করেন দেব (Dev) এবং ছবির মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ওই সময়ই তাদের সঙ্গে দেখা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), এবং পরিচালক কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly)।

ইতিমধ্যেই শেষ হয়েছে নির্বাচন। ঘাটালে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব (Dev)। এর মধ্যেই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুক্মিণী (Rukmini Maitra) জানিয়েছিলেন যে তার অভিনয় করা ছবিটি তার এখনও দেখা হয়ে ওঠেনি এবং দেবের সঙ্গেই প্রথমবার দেখতে চান তিনি। তার ইচ্ছে অনুযায়ী নির্বাচনের ব্যস্ততা মিটতেই ঘনিষ্ট বন্ধুদের নিয়ে, সাউথ সিটি মলে (South City Mall) ‘বুমেরাং’ (Boomerang) উপভোগ করতে গেলেন তারা। সেই সময়ই তাদের সঙ্গে দেখা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), পরিচালক কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) এবং তার ছেলে উজানের (Ujaan Ganguly)। পাশের প্রেক্ষাগ্রহে চলছিল ‘অযোগ্য’ চলচ্চিত্রের এরও স্পেশাল স্ক্রীনিং।

   

এরপর দুই টীম এর মধ্যে চলে সৌহার্দ্য বিনিময়। দেবকে দেখে উঠে আসেন প্রসেনজিৎ। একে অপরকে জড়িয়ে ধরেন তারা। রুক্মিণীর এগিয়ে যান ঋতুপর্ণার সঙ্গে কথা বলতে । কৌশিক গাঙ্গুলীকে আলিঙ্গন করেন রুক্মিণী। সর্বশেষে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়ে উজানের সঙ্গে হ্যান্ডশেক করেন রুক্মিণী। ‘অযোগ্য’র চলমান স্পেশাল স্ক্রীনিং এর শো সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন দেব। প্রসেনজিৎ জানান, শোটি প্রায় শেষের দিকে। এইভাবেই ‘বুমেরাং’ দেখতে এসে, ফাঁকে ‘অযোগ্য’ টিমের সঙ্গে সাক্ষাৎ সারলেন দেব-রুক্মিণী।

‘বুমেরাং’ দেখে ছবির প্রশংসা করে X হ্যান্ডেল এ শনিবার পোস্ট করেছেন সুপারস্টার দেব। তিনি লিখেছেন, “এই প্রথমবার জিৎ এর কোনও চলচ্চিত্র (বুমেরাং) প্রেক্ষাগৃহে গিয়ে দেখলাম। আমার খুবই ভালো লেগেছি ছবিটি। জিৎ-রুক্মিণী এর রসায়ন চমৎকার ! রুক্মিণী আমি তোমার অভিনয় দেখে গর্বিত ! তবে বিশেষ করে আমি সৌরভ দাসের কথা বলতে চাই, তুমি ফাটিয়ে দিয়েছো ভাই ! আর পরিচালক সৌভিক কুণ্ডুকে বলতে চাই, প্রত্যেক কাজ দিয়ে, আপনি চলচ্চিত্রের মানদণ্ডকে আরও উপরে নিয়ে যাচ্ছেন। বাংলা সিনেপ্রেমীদের অনুরোধ, দয়া করে মিস করবেন না এই ছবিটিকে। অনেকজনের কঠোর পরিশ্রমের ফল এই ছবি । “

এদিন দেব-রুক্মিনীর সঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন দেবের দেবের পরবর্তী ছবি ‘খাদান’ এর পরিচালক সুজিত রিনো দত্ত, ‘কিশমিশ’ এর পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ‘বুমেরাং’ এর সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়।