তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

অপেক্ষার অবসান। তীব্র গরম থেকে (WB Weather Update) মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। ছুটির দিনে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া…

wb-weather-update-rain-forecast-in-all-over-bengal-14-june-and-15-june

অপেক্ষার অবসান। তীব্র গরম থেকে (WB Weather Update) মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। ছুটির দিনে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৪ এবং ১৫ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

বেশ কয়েক সপ্তাহ আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির মত চেয়ে আছে দক্ষিণবঙ্গ। ঠিক কবে দক্ষিণে ঢুকবে বর্ষা? আজ, রবিবার দুপুরে এনিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া বিভাগ (WB Weather Update)।

   

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে একটু দেরি হবে। ১৩ তারিখের আগে সে সম্ভাবনা নেই বললেই চলে। এখনও তা ঢোকার উপযুক্ত পরিস্থিতিই তৈরি হয়নি। এর ফলে রাজ্যে গরম আরও বাড়বে। দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিজনক আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলবে না।

দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

৯, ১০, ১১ জুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

ওই তিন দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

১২ জুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। জেলাগুলি হল – বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। বজ্র-বিদ্যুতেরও দাপট থাকবে।

জুনেই বিজেপির রাজ্য সভাপতি বদল

ওই দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

১৩ জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ১৪ এবং ১৫ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও ৩-৪টে আসন পেতাম, বিজেপি ভোট লুট করেছে, বিস্ফোরক অভিযোগ মমতার

১৪ এবং ১৫ জুন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।