বিশ্বভারতীর ‘দখল করা’ জমি থেকে উচ্ছেদ নোটিশ অমর্ত্য সেনকে

329
Advertisements

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘দখলিকৃত’ জমি থেকে উচ্ছেদের নোটিশ ধরাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের ঠিকানায় পৌঁছে গিয়েছে সেই চিঠি। আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন (Amartya Sen) অথবা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ে শুনানির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশ্বভারতীর দাবি ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। আইন মেনে তাঁকে ওই জমি ফেরত দিতে হবে। অমর্ত্য সেনের পাল্টা দাবি, বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ় নেওয়া, কিছুটা কেনা। মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ।

Advertisements

অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি বিতর্ক শুরু হতেই শান্তিনিকেতনে প্রতীচীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জামান, আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব। এরপর ফের আইনি চিঠি পেলেন অমর্ত্য সেন।

Advertisements
Advertisements