Paschim Bardhaman: ঝড়ের তাণ্ডবে অণ্ডাল বিমান বন্দরে জরুরি অবতরণে আহত ৪০

মাঝ আকাশে ঝড়ের তাণ্ডব। ঝড়ের কারণে পশ্চিম বর্ধমানের অণ্ডালের এয়ারেট্রোপলিসে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। প্রবল ঝাঁকুনিতে আহত হয়েছেন ৪০ জন। মুম্বই থেকে অন্ডালের কাজী…

Air Turbulence Emergency landing at Andal Airport

মাঝ আকাশে ঝড়ের তাণ্ডব। ঝড়ের কারণে পশ্চিম বর্ধমানের অণ্ডালের এয়ারেট্রোপলিসে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। প্রবল ঝাঁকুনিতে আহত হয়েছেন ৪০ জন। মুম্বই থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে আসার পর দুর্যোগের কবলে পড়ে বিমানটি।

স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বোয়িং-৭৩৭ এর এসজি-৯৪৫ বিমানে টারবুলেন্স দেখা দেয়। এই আকস্মিক ঘটনার জন্য তাঁরা দুঃখিত আহত যাত্রীদের সমস্ত চিকিৎসার বন্দোবস্ত করবে বলে জানিয়েছে স্পাইসজেট৷

টানা দাবদাহের পর শনিবার থেকে পশ্চিম বর্ধমানে কালবৈশাখী ও বৃষ্টি হচ্ছে। রবিবার বিকেলের পর কালবৈশাখীর ঝড় আসে। সেই সময় মুম্বই থেকে বিমানটি অন্ডাল বিমান বন্দরে অবতরণের মুখে ছিল। বিমানবন্দর সূত্রে খবর, স্পাইস জেট বিমানটি এয়ার পকেটে পড়ে যায়। তীব্র ঝাঁকুনি শুরু হয়। পাইলট কোনওরকমে বিমানটি অবতরণ করান।

জানা গিয়েছে যাত্রীরা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। আশঙ্কজনক কেউ নন। কলকাতা বিমান বন্দর থেকে বিশেষ সাহায্য চাওয়া হয়েছে। কারণ, অণ্ডালে অবতরণ করা বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ। চালক ও অণ্ডাল বিমান বন্দর কর্মীদের দক্ষতায় যাত্রীরা প্রাণে বেঁচেছেন ।

জানা গিয়েছে, ঝাঁকুনির সময় আসন থেকে যাত্রীরা ছিটকে পড়েন। লাগেজ উপর থেকে যাত্রীদের উপর এসে পড়ে। তাতেই আহত হন যাত্রীরা। বিমানবন্দর থেকেই অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।