Assam: পাক মদতপুষ্ট খালিস্তানি অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠদের জেলে ঢোকালেন হিমন্ত

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আত্মগোপনে থাকা উগ্র শিখ নেতা অমৃতপাল সিং ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে পাকিস্তানের সাথে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই নির্দেশ মেনে চলছে এই খালিস্তানি নেতা।

162
Advertisements

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট খালিস্তানি (Khalustan) নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেফতার করতে পাঞ্জাব জুড়ে অভিযান চনছে। তার ঘনিষ্ঠ চার সশস্ত্র খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীকে সরাসরি পা়ঞ্জাব থেকে আনা হয় (Assam) অসমে। এ রাজ্যের ডিব্রুগড় জেলে তাদের বন্দি করে রাখা হলো। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কড়া নির্দেশে ডিব্রুগড় জেলে খালিস্তানিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

  • শিখ রাজত্বের অন্তর্গত এলাকাকে খালিস্তান হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চালায় বেশকিছু উগ্র শিখ সংগঠন।
  • তাদের মদত করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
  • এই খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে পুলিশ।
  • এবার পুরো পাঞ্জাব জুড়ে চলছে আত্মগোপনে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের খোঁজ।

অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডিব্রুগড় জেলে ঠাঁই পাওয়া চার খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের প্রধান অমৃতপাল সিংয়ের বিশেষ ঘনিষ্ঠ। রবিবার তাদের পাঞ্জাব থেকে ডিব্রুগড়ে আনা হয়। ধৃতদের সাথে পাঞ্জাব পুলিশের আইজি জেল সহ ২৭ জন রক্ষী ও অফিসার আছেন। ডিব্রুগড বিমানবন্দরে সহ জেল সংলগ্ন এলাকায় জারি আছে বিশেষ নিরাপত্তার বলয়। অসম পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর।

Advertisements

এদিকে রবিবার বেলা ২টো পর্যন্ত খালিস্তানপন্থী অমৃতপাল সিং অধরা। তাকে ধরতে টানা অভিযান চলছে পাঞ্জাবে। ৭৮ জন খালিস্তানপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। জলন্ধরের পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল বলেছেন, ধৃতদের মধ্যে অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ ছয় থেকে সাতজন বন্দুকধারী।

Advertisements

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আত্মগোপনে থাকা উগ্র শিখ নেতা অমৃতপাল সিং ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে পাকিস্তানের সাথে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই নির্দেশ মেনে চলছে এই খালিস্তানি নেতা। তাকে ধরতে শনিবার রাতভর টানা অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। অমৃতসরের কাছে অমৃতপাল সিংয়ের বাড়ি যে গ্রামে সেখানে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

Advertisements