
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল।নির্বাচন সামনে রেখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) ফরমান নতুন কিছু নয়। তাঁর বার্তা, সমস্ত বাড়িতে তৃণমূলের (TMC) পতাকা লাগাতে হবে।
মন্ত্রীর ঘোষণায় কোচবিহার জুড়ে চাঞ্চল্য। দলের সুপ্রিম নির্দেশেই কি তিনি এমন বলেছেন? উঠছে এই প্রশ্ন। কলকাতায় ইতিমধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ফতোয়া এসেছে।
তিনি বলেন, বুথের প্রতিটি বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দিতে হবে। ১৫ দিনের মধ্যে চিহ্নিত করতে হবে এটা তৃণমূলের বাড়ি। এ বাড়িতে আর অন্য কারও স্থান নেই। আমরা দেখতে চাই ১৫ দিনের মধ্যে এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। মালিক যেন স্বেচ্ছায় এসে বলেন আমাদের বাড়িতে পতাকা লাগান।
উদয়ন গুহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কিছু করার পরও যদি বুথে একজনও বিজেপি বেরোয়, একজনও সিপিএম পাওয়া যায়, একজনও কংগ্রেসের লোক পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে গদ্দার আমাদের নিজেদের ভিতরে আছে।