Abhishek Banerjee: অভিষেকের কালী দর্শনের আগেই তৃণমূল নেতার ছেলে চালাল গুলি

প্রকাশ্যে রংবাজি। গুলি চালাল তৃ়ণমূল নেতার ছেলে। এর জেরে উত্তপ্ত জগদ্দল। ওই নেতার ছেলেকে গ্রেফতার করলেও তাকে ছাড়াতে থানায় হম্বিতম্বি করায় অভিযুক্ত তৃ়ণমূল বিধায়ক। এর…

প্রকাশ্যে রংবাজি। গুলি চালাল তৃ়ণমূল নেতার ছেলে। এর জেরে উত্তপ্ত জগদ্দল। ওই নেতার ছেলেকে গ্রেফতার করলেও তাকে ছাড়াতে থানায় হম্বিতম্বি করায় অভিযুক্ত তৃ়ণমূল বিধায়ক। এর জেরে উত্তর ২৪ পরগনার জগদ্দলে তীব্র উত্তেজনা। এদিনই আবার তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) নৈহাটিতে দেবী কালী দর্শন করবেন। তিনি যাওয়ার আগেই গুলি কান্ডে তীব্র অস্বস্তিতে তৃণমূল।

জেলা তৃ়ণমূল সূত্রে খবর, নৈহাটিতে বড়মা দর্শন করতে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি শুনেছেন। এদিকে জগদ্দলে ছড়িয়েছে উত্তেজনা। গুলি চালানোর অভিযোগ উঠেছে ভাটপাড়া পুরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলরের ছেলে নমিত সিংয়ের বিরুদ্ধে। 

   

জানা গেছে জগদ্দল পুরসভার কাউন্সিলররা একযোগে স্থানীয় তৃ়ণমূল বিধায়ক সোমানাথ শ্যামের নেতৃত্বে থানা ঘেরাও করেন। অভিযোগ, পুলিশের উপর চাপ তৈরি করে নমিতকে ছাড়ানোর নির্দেশ দেন বিধায়ক। থানার ভিতর চলে হম্বিতম্বি। তবে বিধায়ক সব অভিযোগ অস্বীকার করেছেন।

এই ঘটনার জেরে উত্তর ২৪ পরগনা জেলা তৃ়ণমূল নেতারা অস্বস্তিতে। তবে তাঁরা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকস্তরে সবকিছু খতিয়ে জেনে নিয়েছেন। আর বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ এলাকার বিজেপির নেতা সঞ্জয় সিংয়ের অনুগামীরা নমিতের নামে ও তার মাকে গালাগালি দিয়েছিল। তার প্রতিবাদ করে নমিত। বিজেপি নেতার অভিযোগ, তিনবার গুলি করেছে নমিত সিং। জানা যাচ্ছে পুলিশ নমিত সিংয়ের ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর ধারা ও অস্ত্র আইনের মামলা রুজু করেছে।