রেশন দুর্নীতিতে ডিলারের ছেলেকে আটক করে বিক্ষোভ গ্রামবাসীর

রেশন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে জেলে। কিন্তু দুর্নীতি যেন থামার নামই নিচ্ছে না। এবার রেশনের চাল ও আটা কম দেওয়ায় ডিলারের ছেলেকে আটকে রেখে…

রেশন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে জেলে। কিন্তু দুর্নীতি যেন থামার নামই নিচ্ছে না। এবার রেশনের চাল ও আটা কম দেওয়ায় ডিলারের ছেলেকে আটকে রেখে বিক্ষোভ সাধারণ মানুষের। চাপের মুখে দোষ স্বীকার ডিলারের ছেলের।

অভিযোগ উত্তর ২৪ পরগণার হরিনাথপুর গ্রামের রেশন ডিলার নিবেদিতা সাধুর বিরুদ্ধে। এক গ্রামবাসীর অভিযোগ, আজ তাকে ১৯ কেজি রেশন দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয় মাত্র ১৫ কেজি। ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ডিলারের ছেলে এবং কর্মচারীকে। গোটা ঘটনায় দোষ স্বীকার করেছেন ডিলারের ছেলে।

   

অন্যদিকে কর্মচারীর দাবি তাকে রেশন কম দিতে বলা হয়েছে। এই গোটা ঘটনায় বাগদার কনিয়াড়া-২ নম্বর গ্রামপঞ্চায়েতের হরিনাথপুরের বাসিন্দাদের অভিযোগ তাদের প্রত্যেকদিন যে পরিমাণ প্রেষণ দেওয়ার কথা তার থেকে অনেকটাই কম রেশন দেওয়া হয়। সেই কারণেই সমস্ত গ্রামবাসীরা আজ একত্রিত হয়। এবং তার পরে ডিলারের ছেলেকে আটকে রাখেন।

তবে কেনও কম পরিমাণ রেশন দেওয়া হচ্ছিল এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। তাই গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে রেশন কম ছিল? নাকি ডিলার ইচ্ছে করে কম রেশন দিত? রেশন দুর্নীতি যেমন সামনে এসেছে সেইভাবেই এই কম রেশন দেওয়াটাও একটি দুর্নীতির বিভাগে পড়ে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি ডিলার।

এক অভিযোগকারী জানিয়েছেন, ” লেখা রয়েছে ১৫ কেজি কিন্তু দিয়েছে ৫ কেজি কম পড়ে এসে অভিযোগ করার পরে আবার পাঁচ কেজি চাল বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা আজ থেকে নয় বরং বিগত পাঁচ বছর ধরে একই জিনিস চলছে। এছাড়াও যারা এখানে মাল দেয় তাদের বলা হয়েছে এই স্লিপ গুলো জড়ো করে রাখবে এবং পরে পুড়িয়ে দেবে।”