TMC: ‘দুর্নীতির জেরে দুর্বল সংগঠন’ মেনে নিয়ে সব জেলা পরিষদ দখলে ঝাঁপাচ্ছে তৃণমূল

  পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে জনমত আদায়ের জন্য রাজ্যস্তরের নেতাদের জেলা সফরের সূচি স্থির করল (TMC) তৃণমূল কংগ্রেস। দুর্নীতির জেরে দূর্বল হয়েছে সংগঠন তা…

TMC

 

পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে জনমত আদায়ের জন্য রাজ্যস্তরের নেতাদের জেলা সফরের সূচি স্থির করল (TMC) তৃণমূল কংগ্রেস। দুর্নীতির জেরে দূর্বল হয়েছে সংগঠন তা মেনে নিচ্ছে শাসক দল।

সিবিআই ও ইডির দাবি, একাধিক দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত তৃণমূলের শীর্ষ স্তরের নেতারা। বিপুল কালো টাকা উদ্ধারের চোটে ভোট ব্যাংকে পড়ছে প্রভাব। এমনটা আন্দাজ করে তৃণমূলের শীর্ষ নেতারা কোমর কষে নামছেন। সূত্রের খবর, পুজোর পর থেকে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন রাজ্যস্তরের নেতারা।

জেলায় জেলায় সমাবেশ করে জনসংযোগে জোর দিতে চাইছে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, একেবারে সাংগঠনিক জেলা ধরে ধরে চলবে এই কর্মসূচি। সব জেলার নেতা-বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেছেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লক স্তরে রদবদল করা হয়েছে। লক্ষ্য পঞ্চায়েত ভোটে ক্ষমতা বজায় রাখা। সবকটি জেলা পরিষদ দখল।

পঞ্চায়েত ভোটে কি এবার একচ্ছত্র থাকবে তৃণমূল জয়যাত্রা? খোদ তৃণমূল অন্দরেই ঘুরছে প্রশ্ন।