Hoogly: মমতা দিদি প্রার্থী বদল করুন না হলে ওর পা ভেঙে দেব, TMC বিক্ষোভ

বিক্ষোভ চারিদিকে বিক্ষোভ আজও। শনিবারের থেকেও রবিবার পরিস্থিতি উদ্বেগজনক তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের কাছে। রাজ্য জুড়ে প্রার্থী বদলের দাহিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন সমর্থকরা। তবে হুগলি(Hoogly)…

বিক্ষোভ চারিদিকে বিক্ষোভ আজও। শনিবারের থেকেও রবিবার পরিস্থিতি উদ্বেগজনক তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের কাছে। রাজ্য জুড়ে প্রার্থী বদলের দাহিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন সমর্থকরা। তবে হুগলি(Hoogly) থেকে এসেছে মারমুখী বার্তা।

আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টিএমসি প্রার্থী নিয়ে সমর্থকদের ক্ষোভ এমনই যে সরাসরি ওই প্রার্থীর পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন। শতাধিক মহিলা একযোগে বিক্ষোভে অংশ নেন । তাদের উগ্র রূপ দেখে স্থানীয় টিএমসি নেতারা আর মীমাংসা করতে সাহস করেননি।

তৃণমূল কংগ্রেসের তরফে আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ডে সমীর ভাণ্ডারিকে প্রার্থী করা হয়। তালিকা বের হতেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় সমর্থকরা। তাদের দাবি সমীর ভান্ডারি বহিরাগত। তার নাম কেটে এলাকার আজিজুল হোসেনকে করা হোক প্রার্থী। যদি তা না করা হয় তাহলে সমীর ভান্ডারির পা ভেঙে দেওয়া হবে।

স্থানীয় টিএমসি সমর্থকদের অভিযোগ, বিধানসভায় হারলেও সিপিআইএমের একটা বড় সংগঠন আছে এই ওয়ার্ডে। তাদের সঙ্গে ক্রমাগত লড়ে দলকে লিড দিয়েছিলেন আজিজুল হোসেন। তাকেই বাতিল করা হয়েছে। টিএমসির সমর্থকরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন প্রার্থী বদলের। এ়ই ঘটনার জেরে উত্তপ্ত আরামবাগ। অারও বিভিন্ন ওয়ার্ডে চলছে বিক্ষোভ।

হুগলির অন্যত্র পৌরসভাগুলিতেও ক্ষোভ চরমে। টিএমসি নেতারা যে যেমন পারছেন দলকে দুষতে শুরু করেছেন।

শাসক দলের প্রার্থী কোন্দলের মাঝে প্রশ্ন বিরোধী দল বিজেপির কী হতে চলেছে। গুঞ্জন, বিজেপির প্রার্থী নিয়েও একই হাল দেখা যাবে। শুধু তালিকা ঘোষণা হওয়া বাকি। এদিকে বিধানসভায় শূন্য হয়ে গেলেও পুর ভোটের প্রার্থী তালিকা নিয়ে বামফ্রন্ট সবথেকে সংযত।