BJP: পুরভোট প্রার্থী তালিকায় গোঁসা করা শতাধিক তৃণমুল নেতার বিজেপিতে যোগদান

তৃণমূলে ভাঙন । নেতা সহ অনুগামীরা দল ছেড়ে নাম লেখালেন বিজেপিতে (BJP)।  রবিবার ভাটপাড়া ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সঞ্জয় সিং সহ একাধিক তৃণমূল নেতা…

তৃণমূলে ভাঙন । নেতা সহ অনুগামীরা দল ছেড়ে নাম লেখালেন বিজেপিতে (BJP)। 

রবিবার ভাটপাড়া ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সঞ্জয় সিং সহ একাধিক তৃণমূল নেতা কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। জগদ্দলের অকল্যান্ড জুটমিল লাইনে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দলবদল কর্মসূচি আয়োজিত হয়।

এদিন সকালেও খবরে ছিল ভাটপাড়া। ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাসের উপর লক্ষ্য করে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলে খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায়।

নির্বাচন, ফল প্রকাশ ইত্যাদি মিটে যাওয়ার পরেও শান্তি ফেরেনি ভাটপাড়ায় । আকচার মিলছে অশান্তির খবর । রাজনৈতিক উত্তেজনার অভিযোগ উঠেছে বারেবারে। তবে এদিন রাতের দলবদলের এই খবর তাৎপর্য পূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসন্ন পুরভোটের আগে ভারতীয় জনতা পার্টি নিজেদের কতোটা গুছিয়ে নিতে পারে এখন সেটাই দেখার।