ISL মরসুমের মাঝপথে লাল হলুদ শিবিরের নতুন সহকারী কোচ নিয়োগ 

‘আগামী সোমবার এসসি ইস্টবেঙ্গল তিলক ময়দানে খেলতে নামছে ওডিশা এফসি’র বিরুদ্ধে। ইতিমধ্যেই ISL টুর্নামেন্টের তিন ভাগের দুই ভাগ অংশের খেলা হয়ে গিয়েছে। রবিবার এসসি ইস্টবেঙ্গল…

‘আগামী সোমবার এসসি ইস্টবেঙ্গল তিলক ময়দানে খেলতে নামছে ওডিশা এফসি’র বিরুদ্ধে। ইতিমধ্যেই ISL টুর্নামেন্টের তিন ভাগের দুই ভাগ অংশের খেলা হয়ে গিয়েছে। রবিবার এসসি ইস্টবেঙ্গল টুইট পোস্টে জানিয়েছে, হেডকোচ মারিও রিভেরার সহকারী কোচ হিসেবে ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মরসুমে ভিক্টর হেরেরো ফোরকাদা, যিনি পুলগা নামেও পরিচিত নিয়োগ করা হয়েছে। 

নিজের সহকারী কোচ নিয়োগ নিয়ে প্রতিক্রিয়াতে লাল হলুদের স্প্যানিয়ার্ড হেডকোচ মারিও রিভেরা এসসি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে বলন,”তাকে বোর্ডে পেয়ে আমি খুশি। ভারতে তার অভিজ্ঞতা আছে এবং এটা দলকে ভালো করতে সাহায্য করবে।

আমাদের নতুন সহকারী প্রশিক্ষক, পুলগা, আজ বিকেলে প্রশিক্ষণে নেমেছেন যখন আমরা #SCEBOFC-এর জন্য প্রস্তুতি নিচ্ছি।”

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ ৬ মিনিটের অতিরিক্ত সময়ে এক পয়েন্ট ঘরে তোলার ‘মানসিকতা’র জেরে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে, এসসি ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। এরপর ‘মানসিকতা’ বদলে চেন্নাইয়িন সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করেছে লাল হলুদ ব্রিগেড।

এসসি ইস্টবেঙ্গল দলের এখন টার্গেট যতটা সম্ভব ওপরের দিকে উঠে টাইটেলশিপ অভিযান খতম করা। কিন্তু ওডিশা এফসি শক্ত গাট এবং সোমবারের ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে স্বীকার করে নিয়েছেন লাল হলুদ জাদুকর মারিও রিভেরা। 

‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে ম্যাচ জিতলেও তাতে এসসি ইস্টবেঙ্গলের টুর্নামেন্টের টেবিলের ওপরের দিকে ওঠার রাস্তা কার্যত নেই। কারণ ৯ নম্বরে থাকা এফসি গোয়া ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্যাট হয়ে বসে রয়েছে। আর লাল হলুদ ব্রিগেড ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে,১ ম্যাচ জিতে এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে এবং ৭ ম্যাচ ড্র এবং সম সংখ্যক ম্যাচে হেরে গিয়ে।

লিগ টেবিলের এখন যা পজিশন তাতে করে ‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া’ কার্যত অসম্ভব পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলে।