Weather: ‘ভিলেন’ পশ্চিমী ঝঞ্ঝা, জেলায় জেলায় ঝেঁপে বর্ষণের আশঙ্কা

ফের বাংলায় আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে…

ফের বাংলায় আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে আসামে। ফলে দফায় দফায় বাংলা সহ দেশের অন্যান্য রাজ্যে ব্যাপক আবহাওয়া বদল ঘটবে বলে খবর।

দিনকয়েক মনোরম আবহাওয়া থাকলেও আগামীকাল শুক্রবার থেকে সকলের স্বস্তির দিন এক ঝটকায় শেষ হতে চলেছে। নতুন করে ফিরছে ভ্যাপসা গরম। আজ বৃহস্পতিবার পর্যন্ত কমবে তাপমাত্রা বলে খবর। এদিকে শুক্রবার থেকে চড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে হালকা শীতের আমেজ বজায় থাকবে। সেইসঙ্গে ভোর ও সন্ধ্যের দিকে মনোরম আবহাওয়া বিরাজ করছে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও আশঙ্কায় নেই আগামী দিন অন্তত। অন্তত দক্ষিণবঙ্গে নেই। কিন্তু আজ বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করবে সিকিমের ওপর দিয়ে। যার প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে রাখুন।