Chennaiyin FC: জামশেদপুরের এই তরুণকে টানার সম্ভাবনা চেন্নাইয়িনের

বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে এবারের আইএসএল মরশুম।‌ আগামী কিছু সপ্তাহ পরেই শেষ হয়ে যাবে গ্ৰুপ পর্বের সমস্ত ম্যাচ। তারপরেই শুরু হবে প্লে অফের লড়াই। এখনো…

Jitendra Singh from Jamshedpur FC

বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে এবারের আইএসএল মরশুম।‌ আগামী কিছু সপ্তাহ পরেই শেষ হয়ে যাবে গ্ৰুপ পর্বের সমস্ত ম্যাচ। তারপরেই শুরু হবে প্লে অফের লড়াই। এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফে পাঁচটি দল প্রায় নিশ্চিত হয়ে গেলেও ষষ্ঠ স্থান সুনিশ্চিত করার জন্য লড়াই চালাচ্ছে প্রত্যেকটি দল। 

বুধবার মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব পরাজিত হওয়ার দরুণ অনেকটাই অক্সিজেন পাবে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। বর্তমানে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। পরবর্তীতে কয়েকটি ম্যাচে জয় পেলে প্লে অফে বাকিদের টক্কর দিতে সক্ষম থাকবে অনিকেতরা। এসবের মাঝেই নয়া মরশুমের জন্য যথেষ্ট সক্রিয়তা দেখা গেল চেন্নাইয়িনের।

এবার সেই তালিকায় যুক্ত হল খালিদ জামিলের জামশেদপুর এফসি। বিশেষ সূত্র মারফত খবর, সেই দলের অন্যতম তরুণ ফুটবলার জিতেন্দ্র সিংয়ের দিকে নজর রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। আগামী কয়েক মাসের মধ্যেই তার সঙ্গে চুক্তি শেষ হবে জামশেদপুর এফসির। তাই এই তরুণের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাইছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। আসলে গত কয়েক মরশুমের মতো এবারও দেশের তরুণ প্রতিভাবানদের দিকেই বাড়তি নজর দিতে চাইছে চেন্নাইয়িন। সেইজন্যই এবার এমন পদক্ষেপ ম্যানেজমেন্টের।

তবে তিনি একানন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সবুজ-মেরুনের তরুণ মিডিও লালরিনলিয়ানা নামতের দিকে নাকি বিশেষ নজর রয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্টের। উল্লেখ্য, এই মরশুমে এখনো পর্যন্ত যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই প্রতিভা। তবে চলতি বছরের মে মাসের মধ্যেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে বাগানের।

সেজন্য সবদিক বিচার বিবেচনা করেই নামতেকে দলে টেনে চমক দিতে চাইছে চেন্নাইয়িন। তা সম্ভব হলে দক্ষিণের এই দলের তরফ থেকে যে বিরাট চমক থাকবে তা কিন্তু বলাই চলে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। মনে করা হচ্ছে, আসন্ন মে মাসের পরেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।