গোঁজ প্রার্থী দলের জন্য বিপদের কারণ, হাওড়ার নেতাদের সতর্ক করলেন অভিষেক

টিকিট না পেয়ে নির্দল প্রার্থীপদে লড়াই করেছেন তৃণমূল নেতারা। এতে দলের ক্ষতিই হয়েছে৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ভুল করতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek…

Abhishek Banerjee

টিকিট না পেয়ে নির্দল প্রার্থীপদে লড়াই করেছেন তৃণমূল নেতারা। এতে দলের ক্ষতিই হয়েছে৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ভুল করতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়ম করে জেলার নেতাদের বৈঠকে এই বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার (Howrah) বিধায়কদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

প্রশাসনিক ভবনের জেলাতেই শাদক দলের ব্যাপক গোষ্ঠী কোন্দলের কথা আগেই আন্দাজ করতে পেরেছিলেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনে কোনও ভুল বরদাস্ত করা হবে না৷ একথা সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক৷ তাঁর কথায়, তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী অথবা নির্দল প্রার্থী দাঁড়ালে তাতে ফায়দা হবে বিরোধীদের।

গত বিধানসভা নির্বাচনে জেলার প্রত্যেকটি আসন পকেটে পুড়েছিল তৃণমূল। শাসক শিবিরের দাপট দেখে অনেকেই ভেবেছিলেন হাওড়া জেলা থেকে তৃণমূলকে সরানো বেশ মুশকিল৷ এরই মধ্যে ছাত্রনেতা আনিস খানের হত্যাকান্ড সমস্ত পরিস্থিতি বদলে দিয়েছে। এখনও অবধি সারদার দক্ষিণ খাঁ পাড়ায় তৃণমূল নেতাদের প্রবেশ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। ফিরে আসতে হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

তার ওপর হজরত মহম্মদ ইস্যুতে উত্তপ্ত হাওড়ার ছবি বিরোধীদের জন্য বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এমত অবস্থায় জেলায় ড্যামেজ কন্ট্রোল করা ভিষণ জরুরী বলে মনে করছেন অভিষেক নিজে। তাই সাংসদ ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য ও জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।

জেলায় সংখ্যালঘু ভোটের দিকে নজর রেখে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে জেলার কয়েকজন নেতাদের ওপর। পাশাপাশি হাওড়া গ্রামীণের গুরুত্ব বেড়েছে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের। যদিও তৃণমূলের বক্তব্য, জেলায় বিরোধীদের প্রভাব বেড়েছে। তবে সেই ক্ষতপূরণের কাজ এখন থেকে শুরু হয়েছে৷ কিন্তু নিয়োগ দুর্নীতির পর এখন কোন ইস্যু নিয়ে নেতারা জনসংযোগে যোগ দেবেন? সেটাই এখন দলের নেতাদের প্রধান মাথাব্যাথার কারণ৷