Weather update: দুপুরের পরেই স্বস্তির বৃষ্টি নামতে পারে রাজ্যজুড়ে

গুমোট গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। আবারও একবার একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত, কিছুতেই কাটছে না অস্বস্তিকর…

গুমোট গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। আবারও একবার একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত, কিছুতেই কাটছে না অস্বস্তিকর গরম আবহাওয়া (Weather)। যদিও আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বিকেলের দিকে রয়েছে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে সূর্য একেবারে সপ্তমে চড়ে থাকবে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিতও হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া মোরগ।