Birbhum: গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই হানা

গোরু পাচার তদন্তে ফের বোলপুরে (Bolpur) সিবিআইয়ের তৎপরতা। বীরভূমে (Birbhum) একযোগে তিন জায়গায় চলছে সিবিআই (CBI) তল্লাশি অভিযান৷ নজরে বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর…

গোরু পাচার তদন্তে ফের বোলপুরে (Bolpur) সিবিআইয়ের তৎপরতা। বীরভূমে (Birbhum) একযোগে তিন জায়গায় চলছে সিবিআই (CBI) তল্লাশি অভিযান৷ নজরে বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় সহ আরও দুই অনুব্রত ঘনিষ্ঠ। তাদের বাড়িতেই তল্লাশি অভিযান৷

বুধবার সকালে বোলপুরের শুঁড়ি পাড়ায় তিন অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয়েছে অভিযান৷ বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুদীপ রায় ও দোলনকুমারদের বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷

উল্লেখ্য, গোরু পাচার মামলায় শুরু থেকেই সিবিআই নজরে ছিল অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তি৷ সূত্রের খবর, অনুব্রত মণ্ডল গোরু পাচারের টাকা সরাসরি পাচারকারিদের কাছ থেকে পেত৷ সেই টাকা তাঁর ঘনিষ্ঠদের কাছে ছড়িয়ে দিত৷ সেকারণেই বীরভূমের একাধিক নেতাদের সম্পত্তি ক্রমাগত বেড়েই চলেছে। এত কম সময়ে কীভাবে এই বিরাট সম্পত্তির মালিক হয়ে উঠলেন অনুব্রত ঘনিষ্ঠরা সেটা খুঁজতেই তল্লাশি।

আসানসোল জেলে রয়েছেন বীরভূম জেনা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, পাচারকারীদের সঙ্গে যোগাযোগ নিয়েই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোনও সদুত্তর মিলছে না কেষ্টর কাছ থেকে৷ তাই তার ঘনিষ্ঠ বৃত্তদের ওপরেই নজর গেছে সিবিআইয়ের৷ আগামী দিনে সেই তালিকা আরও বড় হতে পারে বলে মনে করা হচ্ছে