TMC বিধায়কের মোবাইলেই আছে সব! পাঁক ঘেঁটে ক্লান্ত CBI আনল জেসিবি মেশিন

পাঁক ঘেটে ক্নান্ত (CBI) সিবিআই। বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ককের একটা মোবাইল এখনও মেলেনি। এবার তাই জেসিবি মেশিন দিয়ে পুকুর খোঁড়া হবে। শুক্রবার পুকুরে মোবাইল ফেলে…

TMC leaders Jiban Krishna Saha and Anubrata Mondal in a political rally

পাঁক ঘেটে ক্নান্ত (CBI) সিবিআই। বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ককের একটা মোবাইল এখনও মেলেনি। এবার তাই জেসিবি মেশিন দিয়ে পুকুর খোঁড়া হবে। শুক্রবার পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তারপর থেকে পুকুরের জল মেরে মোবাইল খোঁজার কাজ শুরু হয়েছে। রবিবার সকালে একটি মোবাইলের হদিশ মিলেছে।

নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের বাড়িতে চলছে সিবিআই অভিযান। তাকে নজরবন্দি করা হয়েছে। সিবিআই অফিসারদের লুকিয়ে দুটি মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দেন বিধায়ক। জিজ্ঞাসাবাদে তিনি ইঙ্গিত দেন মোবাইলে আছে অত্যন্ত প্রভাবশালীর নম্বর।

তিনটি পাম্প বসিয়ে পুকুর ছেঁচে ফেলা হয়েছে। রবিবার সকালে একটি মোবাইলের খোঁজ পান গোয়েন্দারা।কিন্তু অন্য মোবাইলটির হদিস মেলেনি। তার জন্যই জেসিবি এনে পুকুরের মাটি কাটা শুরু হয়েছে। রবিবার বিকেল ৪টে নাগাদ নিয়ে আসা হয় জেসিবি।

সিবিআইয়ের অফিসাররা মনে করছেন, পুকুরের পাঁকেই রয়েছে ফোন। সেকারণে একেবারে পাঁক তুলে মোবাইল খোঁজা হবে। সিবিআই এক প্রকার নিশ্চিত যে, ওই পুকুরেই আছে বিধায়কের মোবাইল এবং পেনড্রাইভ। প্রথম মোবাইলটি উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছন সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি জল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখছেন। কেন্দ্রীয় বাহিনী ওই পুকুর ঘিরে রেখেছে বলে খবর।