Loksabha Election 2024: বঙ্গে বিজেপি প্রার্থীর পাশে কমিউনিস্ট পার্টি

রাম-বাম জোট। প্রকাশ্যে। সেটাও আবার বাংলার মাটিতে। এমনই ঘটনার সাক্ষী থাকছে চব্বিশের লোকসভা ভোট (Loksabha Election 2024)। বিজেপি প্রার্থীকে সমর্থন জানাল কমিউনিস্ট পার্টি। রাম-বাম জোটের…

রাম-বাম জোট। প্রকাশ্যে। সেটাও আবার বাংলার মাটিতে। এমনই ঘটনার সাক্ষী থাকছে চব্বিশের লোকসভা ভোট (Loksabha Election 2024)। বিজেপি প্রার্থীকে সমর্থন জানাল কমিউনিস্ট পার্টি।

রাম-বাম জোটের এ ছবি উত্তরবঙ্গের। দার্জিলিং লোকসভা কেন্দ্রের। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তাঁকে সমর্থন করছে কমিউনিস্ট পার্টি অফ রেভলিউশনারি মার্ক্সিস্ট বা সিপিআরএম। রবিবারা তারা দার্জিলিয়ের বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছে।

কমিউনিস্ট পার্টি অফ রেভলিউশনারি মার্ক্সিস্ট বা সিপিআরএম তৈরি হয় ১৯৯৬ সালে। দার্জিলিং এবং কালিম্পঙে এই দলের সংগঠন রয়েছে। সিপিআইএমের থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় সিপিআরএম। মূলত পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সিপিআইএমের একদল নেতা দলত্যাগ করেন এবং নয়া দল গঠন করেন। ভোটের ময়দানে বিশেষ সফল হতে পারেনি সিপিআরএম।

সেই দলই এবার বিজেপি প্রার্থীর পাশে। এ বিষয়ে দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব দেখে সিপিআরএম আমায় সমর্থন করছে। তাঁদের সমর্থনে আমার জয়ের পথ মসৃণ করবে।’

অন্যদিকে, রবিবারই গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। ২০০৯ সালের লোকসভা ভোট থেকে একটানা বিজেপির পাশে গুরুং। আর ২০০৯ সাল থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। গুরুং বরাবরই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপির থেকে পৃথক রাজ্যের আশ্বাস পেয়েই বিজেপির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন গুরুং।

বিজেপির প্রার্থীর পাশে একদিকে গুরুং। অন্যদিকে সিপিআরএম। সবাই আলাদা রাজ্য চায়। একই দাবিতে বিজেপিতে যোগ দেন কোচবিহারের অনন্ত মহারাজ। তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের আশ্বাস দিলেও এখন তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। এই জটিলতা নিয়েই লোকসভা ভোটে লড়ছে বিজেপি। পাহাড় কি ফের পদ্মের পক্ষে রায় দেবে। জানা যাবে ৪ জুন।