Weather: অসহ্য গরমে নাজেহাল বাংলা, আজ কি বৃষ্টি নামবে?

বৃষ্টি অতীত, এবার তৈরি হয়ে যান আরও গরম আবহাওয়া (Weather)-র জন্য। আজ থেকে আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা তরতরিয়ে বাড়বে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া…

বৃষ্টি অতীত, এবার তৈরি হয়ে যান আরও গরম আবহাওয়া (Weather)-র জন্য। আজ থেকে আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা তরতরিয়ে বাড়বে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে বাচ্চা থেকে বড়রা। তবে এখনই শেষ নয়, আরও অস্বস্তিকর গরম বাড়বে বলে খবর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে এপ্রিলের প্রথম সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আইএমডি জানিয়েছে, “আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং পরবর্তী তিন দিন গাঙ্গেয় বাংলায় আরও বড় কোনও পরিবর্তন হবে না।” ফলে বাড়ি থেকে বেরনোর আগে দশবার ভাবুন।

আগামী দু’দিন কলকাতার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যদিও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। যদিও ঝড়-বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গজুড়ে।

শিলাবৃষ্টি, বজ্রপাতের আশঙ্কায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া, যার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। আজ সোমবার অবধি উত্তরবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে খবর।