Anubrata Mondal: ‘বীর’-ভূমিপুত্র ‘বাঘ’কে রয়্যাল বেঙ্গলের সঙ্গে তুলনা সোহমের

বাংলার গরু পাচার মামলায় অভিযুক্ত টিএমসি নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এখন ঠিকানা তিহার। অনুব্রতহীন বীরভূমে সম্প্রতি সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Soham Chakraborty and Anubrata in a candid moment

বাংলার গরু পাচার মামলায় অভিযুক্ত টিএমসি নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এখন ঠিকানা তিহার। অনুব্রতহীন বীরভূমে সম্প্রতি সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তার পাল্টা সভা করে তৃণমূল। এই পালটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর মুখে উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। কেষ্টকে একেবারে রয়্যাল বেঙ্গলের সঙ্গে তুলনা করলেন তিনি।

এদিনের সভামঞ্চ থেকে অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীসভা ডাকলে তা জনসভা হয়ে যায়। আর জনসভা ডাকলে তা জনসমুদ্রে পরিণত হয়। কিন্তু আজ মনটা একটু খারাপ। বীরভূমের মাটিতে পা রাখব আর কেষ্টদাকে দেখব না এটা অনেকটা সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল না দেখার মতো। মনটা খারাপ, কেষ্টদাকে মিস করছি। যদিও আমরা জানি, উনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। আপনাদের সকলের ভালবাসায়, দোয়া, আশীর্বাদে কেষ্টদা আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। বীরভূমের অভিভাবক হয়ে এই জেলাকে এগিয়ে নিয়ে যাবেন।

এর আগে নভেম্বর মাসে কেষ্টকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিনের সভা থেকে কেষ্টকে নিয়ে সরব হন তিনিও। আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। এমনটাও অভিযোগ জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ থেকে গরু আসে। যায় বাংলাদেশে। সীমান্তে থাকে কেন্দ্রের বিএসএফ। এখানে মাঝখান থেকে তৃণমূলকে জুড়লে কী করে হবে?

গরু পাচার মামলায় গত অগাস্ট মাস থেকেই জেলে রয়েছে অনুব্রত। বারবার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বরং গরু পাচার মামলায় অনুব্রত সম্পর্কে যে সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে পেয়েছে, তাতে পঞ্চায়েত ভোটের আগে কেষ্টর জেলমুক্তি প্রশ্নাতীত।