টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলিতে অভিযুক্ত শাসক-বিধায়ক

Trinamool MLA Jibankrishna undergoing treatment at Bidhannagar Hospital
Trinamool MLA Jibankrishna undergoing treatment at Bidhannagar Hospital

পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে মুড়ি মুড়কির মতো অভিযোগ তুলছে বিরোধীরা। এবার নিজের দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠতে অস্বস্তিতে পড়ল তৃণমূল (TMC)। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের নাম করে টাকা নিচ্ছেন মুর্শিদাবাদ জেলার বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (jibankrishna saha)। 

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম। প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মোর্শেদকে নিয়ে কতগুলি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে বৈঠক করেন৷ তারপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, সদস্য পিছু ২ লক্ষ টাকা করে নিয়েছেন বিধায়ক৷ এমনকি এবিষয়ে গ্রামে গ্রামে প্রচারও চালানো হচ্ছে। যা মুর্শিদাবাদের রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে।

   

তৃণমূলের অন্দরের খবর, মাস কয়েক আগে ব্লক সভাপতি পদ থেকে গোলাম মোর্শেদ এবং যুব সভাপতি পদ থেকে মাহে আলমকে সরিয়ে দেওয়া হয়। শীর্ষ নেতৃত্বের কাছে বিধায়কের ইন্ধন এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। তারপর থেকেই বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছে৷ তাঁরা।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা জেলা তৃণমূলের অন্দরে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেও নেওয়া হবে। বার্তা জেলার নেতাদের। এখনও নির্বাচন ঘোষণা হয়নি। কিন্তু তলায় তলায় কাজ শুরু করেছে সমস্ত দলগুলি। এমত অবস্থায় শাসক দলেরই বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধীদের কাজ অনেকটা সহজ করে দেবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন