CPIM: মেসির ছবিতে বিকাশ ভট্টাচার্যের ‘লড়াই’ বার্তায় আলোড়িত বাম শিবির

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও মেসির ছবি দিয়ে দলীয় সংগঠনকে লড়াই করার বার্তা দিয়েছেন (CPIM) সিপিআইএম সাংসদ(Bikash Ranjan Bhattacharya)  বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বার্তা বাম শিবিরে তুমুল…

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও মেসির ছবি দিয়ে দলীয় সংগঠনকে লড়াই করার বার্তা দিয়েছেন (CPIM) সিপিআইএম সাংসদ(Bikash Ranjan Bhattacharya)  বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বার্তা বাম শিবিরে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে।

দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন  ভট্টাচার্য  লিখেছেন “যদি একবার হারো, বার বার লড় বার বার যতদিন না বিজয়ী হও!”

বিকাশ ভট্টাচার্যের এই বার্তা রাজনৈতিক মহলেও ঝড় তুলেছে। বিশ্লেষণে উঠে আসছে, পঞ্চায়েত ভোট সামলে রেখে গ্রাম ভিত্তিক লড়াই করার বার্তা দিয়েছেন সাংসদ।

রাজনৈতিক বিশ্লেষণ বলছে গত পুরভোটে এ রাজ্যে বিরোধী দল বিজেপি অস্তিত্বহীন হয়ে গেছে। আর একজনও বিধায়ক না থাকা সত্তেও বামফ্রন্ট দখলে গেছে একটি পুরসভা। পুরভোটে তীব্র লড়াই করেছিল বামফ্রন্ট। সেই কারণে, ভোট প্রাপ্তির নিরিখে তারা বিরোধী দল বিজেপির থেকেও উপরে উঠে এসেছে।

গত পুরভোটে সিপিআইএমের উঠে আসা ও পরবর্তী সময়ে তীব্র আন্দোলন চালিয়েছে সিপিআইএম। বিরোধী শক্তি হিসেবে বাম শিবিরই এগিয়ে তাও স্বীকার করেছেন বিজেপি নেতারা। সদ্য অমিত শাহ কলকাতা এসে বঙ্গ বিজেপি নেতাদের কাছে সিপিআইএমের অবস্থান জানতেই বেশি আগ্রহী ছিলেন। দলীয় নেতারা ঢোঁক গিলে নিজেদের জমি আলগা ও সিপিআইএমের উত্থানের বিষয়টি শাহকে জানান।

রাজনৈতিক বিশ্লেষণে আরও উঠে আসছে, বিশ্বকাপ জয়ের পর ফেসবুকে বিকাশ ভট্টাচার্য শুধু যে লড়াই করার বার্তা সিপিআইএমকে বার্তা দেননি। তিনি এ রাজ্যে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার অন্যতম আইনজীবী। লক্ষাধিক যোগ্য চাকরিপ্রার্থীদেরও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।