বঙ্গ বিজেপিকে নীতি-পাঠ শেখাতে সুভাষের বাড়িতে বঙ্গীয় আসরে বাংলার জামাই

আগামী দিনে কী হবে দলের রণনীতি? তা ঠিক করতেই সোমবার সাংসদ ও পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কেন্দ্রীয়…

jp nadda

আগামী দিনে কী হবে দলের রণনীতি? তা ঠিক করতেই সোমবার সাংসদ ও পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে হচ্ছে বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷

ইতিমধ্যেই সুভাষ সরকারের বাসভবনে উপস্থিত হয়েছেন জেপি নাড্ডা। সেখানে রয়েছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও। জেপি নাড্ডাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত পঞ্চায়েত নির্বাচনের ব্লু প্রিন্ট আজই ঠিক করবে গেরুয়া শিবির৷ এছাড়াও সময় বাকি থাকলেও লোকসভা নির্বাচনের কাজ এখন থেকেই শুরু করতে চায় দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা।

কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি৷ বৈঠকের পর সুকান্ত মজুমদার বলেন, পঞ্চায়েত নির্বাচনের রাজ্য নেতৃত্ব নিজেদের ক্ষমতা দিয়েই লড়াই করবে বলে ঠিক করেছে। কোনও কেন্দ্রীয় নেতাদের আসার প্রয়োজন নেই৷ তবে, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডারা আসবে বলে জানিয়েছেন তিনি৷

বিজেপি সূত্রে খবর, রাশ আলগা করলেও লাগাম নিজেদের হাতেই রাখতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ সেবিষয়েই আজকের বৈঠকে বার্তা দেবেন৷ একইসঙ্গে দলের অন্তর্দ্বন্দ্বের বিষয়েও নেতাদের সাবধান করবেন৷ পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ভুল যাতে না হয় এবং শাসক দলের গাফিলতিকে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করবে গেরুয়া শিবির৷