নিয়োগ দুর্নীতিতে এবার CBI নজরে তেহট্টের TMC বিধায়ক

ফের সিবিআই অভিযানের প্রস্তুতি। এবার সিবিআই (CBI) যাবে তেহট্টে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার নদিয়ার তেহট্টের TMC বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ…

CBI raided

ফের সিবিআই অভিযানের প্রস্তুতি। এবার সিবিআই (CBI) যাবে তেহট্টে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার নদিয়ার তেহট্টের TMC বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তেহট্টের বিধায়কের বিরুদ্ধে।

অভিযোগের জবাবে বিধায়ক বলেছেন, আমিও আইনি পদক্ষেপ নেব। ডিভিশন বেঞ্চে যাব। তিনি বলেন, অভিযোগের এক শতাংশ সত্যতা নেই। দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, দমকলে নিয়োগ করে পিএসসি। ওদের বিষয়ে আমরা কী বলব।

নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি এখন সিবিআই হেফাজতে। সিবিআই গোযেন্দাদের চমকে দিয়ে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। মোহাইল পুকুরে ফেলে দেন। তাঁর মোবাইল উদ্ধারে পুকুরের জল মেরে বিস্তর পাঁক ঘেঁটে তবে সফলতা পেয়েছে সিবিআই।