East Bengal: লাল-হলুদে আয়োজিত সলমন খান নাইটের টিকিট বিক্রি, কীভাবে পাবেন?

গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল, এবার নাকি ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) আসতে চলেছেন সলমন খান (Salman Khan)। তা নিয়ে সেই সময় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা না হলেও সময় যত এগিয়েছে ছবির মতো পরিষ্কার হয়ে গেছে সবকিছু।

Salman Khan performing on stage at East Bengal Club's event

গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল, এবার নাকি ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) আসতে চলেছেন সলমন খান (Salman Khan)। তা নিয়ে সেই সময় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা না হলেও সময় যত এগিয়েছে ছবির মতো পরিষ্কার হয়ে গেছে সবকিছু। মার্চের শেষের দিকেই ভাইজানের অনুষ্ঠানের জন্য লাল-হলুদের মাঠ পরিদর্শন করে যায় ইভেন্ট ম্যানেজমেন্টের আধিকারিকরা। এবার গত সোমবার রাত থেকেই শুরু হল অনুষ্ঠানের টিকিট বিক্রি। আগামী মাসের ১৩ তারিখ লাল-হলুদ তাঁবুতে আসবেন বলিউডের ভাইজান।

টিকিট সংগ্ৰহ করতে হলে প্রথমে নিজের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে পেটিএম ইনসাইডার অ্যাপ। তারপরে ‘সো’ ক্যাটাগরিতে গেলেই দেখা যাবে ভাইজানের অনুষ্ঠানের পোস্টার। তার নিচেই থাকছে টিকিট বুকিং করার অপশন। সেখানে গিয়েই আগ্ৰহী ব্যক্তি নিজের পছন্দ মতো টিকিট বুকিং করতে পারবে। এক্ষেত্রে সর্বনিম্ন ৯৯৯ টাকা থেকে শুরু করে একেবারে ২৫,০০০ টাকার টিকিট বুকিং করার ও ব্যবস্থা রয়েছে।

তবে টিকিট অনুযায়ী নির্ভর করছে সিটিং অ্যারেঞ্জমেন্টস। ৯৯৯ টাকার টিকিট কাটলে “ভাইজান” জোনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে দর্শকরা। আবার ১,৬৫০ টাকার টিকিট কাটলে এরিয়ান জোনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন সকলে। একইরম ভাবে ২,৫০০ টাকার টিকিটে ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন সকলে। এর নাম দেওয়া হয়েছে সুলতান জোন।

অন্যদিকে একেবারে সামনে অর্থাৎ সোফায় বসে অনুষ্ঠান উপভোগ করতে হলে ২৫,০০০ টাকার টিকিট কাটতে হবে আগ্ৰহীদের। তবে সেই অনুষ্ঠানে শুধু ভাইজান নয়, প্রভু দেবার পাশাপাশি পূজা হেগড়ে ও জ্যাকলিন ফার্নান্দেজের মতো অভিনেত্রীরা ও থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবের এই অনুষ্ঠানে। তাহলে আর দেরী না করে আজ ই বুকিং করে ফেলুন অনুষ্ঠানের টিকিট।