CPIM: ছাগলের সরকার চলছে রাজ্যে, সারাদিন ম্যা ম্যা করছে: মীনাক্ষী মুখার্জি

কলকাতায় বিপুল জমায়েত করিয়ে সিপিআইএম (CPIM) নেত্রী  মীনাক্ষী মুখার্জি সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই রেশ এবার ফের পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) মীনাক্ষীর…

কলকাতায় বিপুল জমায়েত করিয়ে সিপিআইএম (CPIM) নেত্রী  মীনাক্ষী মুখার্জি সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই রেশ এবার ফের পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) মীনাক্ষীর কটাক্ষ, একটা ছাগলের সরকার চলছে রাজ্যে। সারাদিন ম্যা ম্যা করছে। চোরেদের সরকার, লুটেরাদের সরকার এখন ছাগলের সরকার হয়েছে।

রাজ্য সরকারকে মীনাক্ষীর এমন কটাক্ষের পর ফের সরগরম রাজনৈতিক মহল। এর আগে বর্ধমান শহরের  জনসভা থেকে তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গায়ে হাত দেবেন না। ছেলে ছোকরাদের রক্ত গরম থাকে। কিছু হলে দায় নিতে পারব না। মীনাক্ষীর হুঁশিয়ারির দিন কয়েক পর বর্ধমানে বাম আইন অমান্য মিছিলকারীরা ভেঙে দেন বিশ্ব বাংলা স্ট্যাচু। পুলিশ ও স্থানীয় তৃ়ণমূল বিধায়কের একটি কার্যালয়ে হামলা হয়েছিল।

সিপিআইএমের যুব নেত্রী এবার শক্তিগড়ের জনসভা থেকে তৃ়ণমূল কংগ্রেস সরকারকে তুলোধনা করলেন। তিনি বলেন, পুলিশের মদতে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে পুলিশ আর তারপর সরকারি আধিকারিকদের ধরুন কাজ না হলে। আপনার অধিকার আপনাকেই বুঝে নিতে হবে।

মীনাক্ষীর ভাষণ শুনতে বিপুল জমায়েত হয় শক্তিগড়ের পুতুণ্ডায়। তিনি পঞ্চায়েত ভোটের জন্য বাম সমর্থক ও সিপিআইএম নেতা কর্মীদের শক্ত হাতে ভোট পরিচালনা করতে বলেন।

মীনাক্ষী বলেন, লড়াই করতে হবে জোটবদ্ধ হয়ে। গোটা রাজ্য জুড়ে মানুষের ভয় ভাঙছে। অনেক দূর আমাদের যেতে হবে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিরোধী দল বিজেপিকে তীব্র ভাবে আক্রমণ করেন বাম যুবনেত্রী।