Super Cup: গোয়ার বিরুদ্ধে জিততে চায় এটিকে মোহনবাগান

চলতি মরশুমে আইএসএল জিতলে ও এবার আর সুপার কাপ (Super Cup) জেতা হল না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ব্রিগেডের।

ATK Mohun Bagan celebrates victory in Super Cup match

চলতি মরশুমে আইএসএল জিতলে ও এবার আর সুপার কাপ (Super Cup) জেতা হল না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ব্রিগেডের। গত মাসের মাঝামাঝিতে আইএসএল জিতে শহরে ফেরার পরেই সুপার কাপের অনুশীলনের দিনক্ষণের কথা ঘোষনা করে ছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। এ

রপর সঠিক সময় নিজের ভিসা সমস্যা মিটিয়ে ভারতে ফেরেন স্প্যানিশ কোচ। আসার পরেই চলতি মাসের ২ তারিখ থেকে গোটা দল নিয়ে শুরু করে দেন অনুশীলন। প্রথম দিকে সবাই কে না পাওয়া গেলেও দিন এগোনোর সাথে সাথেই দলের সঙ্গে যুক্ত হতে থাকেন ফুটবলাররা। সব কিছু মিটিয়ে ৯ তারিখ কেরালা উড়ে যায় গোটা দল।

প্রথম ম্যাচে আই লিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে নাম সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে দেখা যায় বাগান ফুটবলারদের। যারফলে, প্রথমার্ধের শুরুর দিকেই লিস্টন কোলাসোর জোড়া গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তারপর হুগো বুমোসের গোলে ব্যবধান বাড়িয়ে প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থাকে বাগান শিবির।

দ্বিতীয়ার্ধে গোকুলামের তরফ থেকে ব্যবধান কমানোর চেষ্টা করা হলেও মনবীর কিয়ানদের দাপটে কার্যত ৫-১ গোলে উড়ে যায় গোকুলাম। তবে দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে মূখ থুবড়ে পড়তে হয় প্রীতম কোটালদের। নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এটিকে মোহনবাগান কে পরাজিত করে বুথরয়েডের জামশেদপুর।

যারফলে, এবারের সুপার কাপ থেকে কার্যত ছিটকে যেতে হয় এটিকে মোহনবাগান ক্লাব কে। তবু ও আজ কেরালার ইএমএস স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলবে কলকাতার এই প্রধান। আজকের ম্যাচের সেরকম কোনো গুরুত্ব না থাকলেও জিতেই নিজেদের অভিযান শেষ করতে চাইবেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।