মহুয়া দায়িত্ব ছাড়তেই ঘুষ নেওয়ার অভিযোগ TMC বিধায়কের বিরুদ্ধে

টাকা বিনিময়ে দেদার বিকোচ্ছে পদ৷ শাসক দলের অন্দরেই এই অভিযোগ উঠেছে প্রতিনিয়ত। এবার একই অভিযোগ উঠল করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন করিমপুর…

টাকা বিনিময়ে দেদার বিকোচ্ছে পদ৷ শাসক দলের অন্দরেই এই অভিযোগ উঠেছে প্রতিনিয়ত। এবার একই অভিযোগ উঠল করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মী হাসান আলি মণ্ডলের বিরুদ্ধে৷ অভিযোগ, ব্লক সভাপতি পদের জন্য ৭ লক্ষ টাকা নিয়েছিলেন বিধায়ক৷ কিন্তু সেই পদ মেলেনি৷

এই মুহুর্তে নদীয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রয়েছেন বিমলেন্দু সিং রায়। চলতি বছরের জুন মাসেই নিজের অফিসে বসেই বিধায়ক টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ৷ কিন্তু দলের তরফে ব্লক সভাপতি পদের তালিকা প্রকাশ করতেই হাসান আলি মণ্ডলের নাম বাদ পড়ে৷ এরপরেই অভিযোগ তুলেছেন তিনি৷ এমনকি প্রাণে মারা হুমকি দেন বিধায়ক৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

হাসান আলির অভিযোগ, দলের শ্রীবৃদ্ধির জন্য আমার থেকে টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি আমাকে ব্লক সভাপতি করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তবে তালিকা প্রকাশের পর দেখতে পাই যে কোনও পদ দেওয়া হয়নি। তারপরই তাঁর কাছ থেকে টাকা ফেরত দেওয়ার জন্য দাবি জানাই। তখনই আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকে জয়ী হন মহুয়া মৈত্র৷ এর আগে করিমপুরের বিধায়ক ছিলেন মহুয়া৷ উপনির্বাচনে করিমপুর থেকে জয়লাভ করেন বিমলেন্দু সিংহ রায়৷ সম্প্রতি নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মহুয়া মৈত্রের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, করিমপুর দেখবেন আবু তাহের৷ যা নিয়ে স্যোশাল মিডিয়ায় বার্তা দেন তিনি৷ এরই মধ্যে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি৷