Election: ১০৮ টি পৌরসভা পাবে তৃণমূল, একটাও বিজেপি পাবেনা: জ্যোতিপ্রিয় মল্লিক

ভোটের (Election) আগেই বিরোধী দলকে শূন্য পাইয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনায় দলের হয়ে প্রচার করেন তিনি।…

ভোটের (Election) আগেই বিরোধী দলকে শূন্য পাইয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনায় দলের হয়ে প্রচার করেন তিনি।

বারাসত পৌরসভার প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি পন্ড করার খেলায় নেমেছে। এতে লাভ হবে না বারাসতে। এখানকার সবকটি ওয়ার্ডে জিতবে তৃণমূল। আর ১০৮টি পৌরসভা পাবে তৃণমূল। একটাও বিজেপি পাবে না। পাগলের দল উন্মাদের দলকে ভোট দেবে না কেউ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বারাসত থানা সংলগ্ন এলাকা থেকে টিএমসির মিছিলটি শুরু হয়। মিছিলে কয়েকশ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন। 

রাজ্য জুডে পৌরসভা ভোটের আগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি নিয়ে বিতর্ক উঠতে শুরু করেছে। বিজেপির অভিযোগ, ভোট আদৌ সঠিক হবে কিনা তা নিশ্চিত নয়।

রাজ্যে সদ্য সমাপ্ত হওয়া পুরনিগম ভোটে বিরোধী দল বিজেপির ভোটব্যাংকে ধস নেমেছে। তাৎপর্যপূর্ণভাবে বামফ্রন্ট মূল বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা। মনে করা হচ্ছে, পৌর ভোটেও একই ধারা থাকবে।