মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য বিভাগের সমালোচনায় মুখর টিএমসি নেতা সৌগত

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো (health department) নিয়ে এতদিন ধরে বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছে। কিন্তু শাসক দলের অন্দরেই যে বারুদ চাপা ছিল তা কে জানে। এবার…

TMC leader Saugat Roy criticized the work of the health department under Mamata Banerjee

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো (health department) নিয়ে এতদিন ধরে বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছে। কিন্তু শাসক দলের অন্দরেই যে বারুদ চাপা ছিল তা কে জানে। এবার সরব হলেন টিএমসি সাংসদ সৌগত রায়।

শনিবার সোদপুরে এক নতুন হাসপাতালের উদ্বোধনে এসে দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, আগেকার দিনে পশ্চিমবাংলায় ডঃ বিধান চন্দ্র রায়, নীলরতন সরকার ও ডঃ যোগেশ বন্দ্যোপাধ্যায়ের মত নাম করা চিকিত্‍সকরা ছিলেন এবং সে সময় বাইরের রাজ্য থেকে মানুষরা পশ্চিমবঙ্গে চিকিত্‍সা করাতে আসতেন। কিন্তু এখন প্রতিদিন করমন্ডল এক্সপ্রেসে উঠলে দেখা যাবে বহু মানুষ এই রাজ্য থেকে ভাল চিকিত্‍সা পাওয়ার জন‍্য বাইরে যাচ্ছেন। এটা খুব দুঃখের ব্যাপার।

সরাসরি না হলেও ঘুরিয়ে নিজের দলকেই আক্রমন করলেন সৌগত রায়। যদিও তার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রশংসা করেন তিনি। রাজ্যে ভাল মানের সুপার স্পেশালিটি হাসপাতালের দরকার যে আছে, সেই কথাও উল্লেখ করেন।

শনিবার ওই হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বারংবার উঠেছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা থাকলেও রোগীদের হতে হয়েছে হয়রান। স্বাস্থ্য সাথী কার্ডে ৫ লক্ষ টাকার সুবিধা থাকলেও বেশিরভাগ হাসপাতালই তা নিতে রাজি হয়না। আর তাতেই সমস্যায় পড়তে হয় রোগীদের।