I League : কলকাতার ভাস্কর পেলেন সেরা গোলকিপারের সম্মান

বাংলার দল জিততে না পারলেও এক বঙ্গ সন্তান পেলেন সেরার শিরোপা। কলকাতার ভাস্কর রায় পেয়েছেন আই লিগের (I League) সেরা গোলকিপারের পুরস্কার। এ বছরের আই…

বাংলার দল জিততে না পারলেও এক বঙ্গ সন্তান পেলেন সেরার শিরোপা। কলকাতার ভাস্কর রায় পেয়েছেন আই লিগের (I League) সেরা গোলকিপারের পুরস্কার।

এ বছরের আই লিগে শুরু থেকে নজর কেড়েছিলেন ভাস্কর রায়। আই লিগে সেরা গোলকিপার মতোই খেলেছেন ধারাবাহিক ফুটবল। ভাস্কর কলকাতা ময়দানের চেনা মুখ। ২৯ বছর বয়সী এই গোলরক্ষক ২০১৭তে সার্দান সমিতিতে খেলেছিলেন।

   

এবারের আই লিগের পরিসংখ্যান অনুযায়ী, রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে মোট সাতটি স্কিন শিট রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে রক্ষিত ডাগর। চারটি ক্লিন শিট রয়েছে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই ফুটবলারের নামের পাশে।

দলের দূর্গ অক্ষত রাখার সময় বেশ কিছু দুর্দান্ত সেভ করেছিলেন ভাস্কর। সব মিলিয়ে মোট ৫৪ টি শট সেভ করেছেন তিনি। এ ক্ষেত্রে তাঁর ধারেকাছে নেই আই লিগের অন্য কোনো গোলরক্ষক। দ্বিতীয় স্থানে থাকা আইজলের অনুজ কুমার ৪৬ টি শট রুখেছিলেন।

আধুনিক ফুটবল শট বাঁচানো ছাড়াও গোলকিপারকে পাস বাড়াতেও জানতে হয়। ভাস্করের এ ব্যাপারেও দক্ষতা দেখিয়েছেন। গোটা টুর্নামেন্টে সফলতার সঙ্গে বাড়িয়েছেন ৩১৮ টি পাস। খেলেছেন ১ হাজার ১০৫ মিনিট।