স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, জেনে নিন কিভাবে সহজে স্মৃতিশক্তি বাড়ানো যায়

বিজ্ঞানীদের মতে, স্মৃতি (Memory) সংরক্ষন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।  স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে আমরা খুবই অসহায় হয়ে পড়ি । ব্যস্ত জীবনের মাঝে আমাদের ছোট…

Natural Ways to Improve Your Memory

বিজ্ঞানীদের মতে, স্মৃতি (Memory) সংরক্ষন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।  স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে আমরা খুবই অসহায় হয়ে পড়ি । ব্যস্ত জীবনের মাঝে আমাদের ছোট ছোট জিনিস ভুলে যাওয়ার অভ্যাস বাড়ছে । তবে কিছু কিছু বিষয় মনে রাখলে আমাদের স্মৃতিশক্তি উন্নত হবে । দেখে নেওয়া যাক , স্মৃতিশক্তি বাড়ানোর সহজ কিছু উপায়।

আরও পড়ুন: Improves Memory: হাসিতেই বাড়বে স্মৃতিশক্তি

ভালো ঘুম দরকার – ঘুম ও স্মৃতি ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত । কারণ ঘুমানোর সময় , মস্তিস্ক নিজেকে পুনরায় সেট করে , যাতে জেগে উঠলে সমস্ত তথ্য মনে রাখতে পারে । যদি ঘুম ঠিকভাবে না হয় তবে স্মৃতিশক্তি দর্বল হতে শুরু করে এবং আমরা জিনিসগুলি ভুলে যেতে শুরু করি ।

লেখার অভ্যাস করা – বলা হয় মানুষ সবকিছু ভুলে যেতে পারে , কিন্তু তার দলিল নয় । তাই পড়া হোক বা অন্যকিছু , খাতায় নোট করে রাখা ভালো । কারণ আমরা যখন ভুলে যাই , তখন এই নোটগুলি আমাদের মনে করিয়ে দিতে সাহায্য করে । এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দীর্ঘ দিন মনে থাকে ।

মুখের ড্রাইভ – অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট ধরে মুখ চালানোর অভ্যাস করলে মস্তিস্ক দ্রুত কাজ করে ।
একাগ্রতা – একাগ্রতা স্মৃতি সংরক্ষণের সবচেয়ে বড়ো উপায় । মনকে এক জায়গায় মনোনিবেশ করলে তাতে শান্তি পাওয়া যায় এবং এক জায়গায় স্থির থাকে । ধ্যান করলে একাগ্রতা বাড়ে । এইভাবে আমরা আমাদের স্মৃতিশক্তিকে অনেকটাই বাড়াতে পারি ।