TMC : ‘জুতো পেটা করুন’, নিদান তৃণমূল নেতার

পশ্চিমবঙ্গে এখনও বাকি পুরসভা ভোট। তার আগে চলছে কর্মীদের উজ্জীবিত করছেন নেতারা। এরই মধ্যে বিপত্তি বাঁধিয়ে বসলেন এক তৃণমূল (TMC) নেতা। করেছেন এক বিতর্কিত মন্তব্য।…

TMC logo with flowers in the background

পশ্চিমবঙ্গে এখনও বাকি পুরসভা ভোট। তার আগে চলছে কর্মীদের উজ্জীবিত করছেন নেতারা। এরই মধ্যে বিপত্তি বাঁধিয়ে বসলেন এক তৃণমূল (TMC) নেতা। করেছেন এক বিতর্কিত মন্তব্য।

খড়গপুর দু’নম্বর ব্লকের ঘাটালের তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায় বিতর্কের কেন্দ্রে। তিনিই ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপরআড়া ৬ বাই ১ অঞ্চল বলরামপুরে তৃণমূল কংগ্রে্সের কর্মী সম্মেলনে। সেখানের মঞ্চ থেকে তাঁর নিদান, ‘জুতো পেটা করুন।’

   

বিশ্বজিৎ বলেছেন, “ওই ভদ্রমহিলা এই রাজ্যের মানুষের জন্য সারাটা দিন কী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেটা বুঝতে পারেন। আজকে সারা ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে।”

এরপরেই করেন বিতর্কিত মন্তব্য, “পঞ্চায়েত ভোটে দেখবেন কিছু টাকা পয়সা দিয়ে ভোট কেনাবেচা হবে। সিপিএম বিজেপির মধ্যে কেনাবেচা হবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। যে ওরা আপনাদের কাছে আসবে, থালায় প্রদীপ জ্বালিয়ে বরণ করবেন। আর পাশে একটা জুতো রাখবেন। ভোট চাইলেই জুতো দিয়ে মারবেন।” বিজেপির পক্ষ থেকে কটাক্ষ, ‘যেমন গাছ তেমনই ফল।’