Arabul Islam: বিরোধীদের হাত-পা গুঁড়ো করার হুমকি বিতর্কে আরাবুল

বিতর্কে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ((Arabul Islam))। নাম না করে আইএসএফ কর্মীদের হাত-পা গুঁড়ো করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা।

Many bombs were recovered near Bhangar Trinamool leader Ababul Islam's house

বিতর্কে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ((Arabul Islam))। নাম না করে আইএসএফ কর্মীদের হাত-পা গুঁড়ো করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা। বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের শাস্তি না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। গত মঙ্গলবার ভাঙড়ের কাশিপুর থানার গানিরাইট গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল কর্মী সরিফুল মোল্লার স্ত্রী রোশনারা বিবি।

আইএসএফ অভিযোগ অনুযায়ী, সরিফুল মোল্লা নিজের বাড়িতে মুরগির ঘরের মধ্যে বোমা মজুত করে রেখেছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে সেই বোমা ফেটে গুরুতর জখম হন রোশনারা বিবি।

এদিকে, সরিফুল মোল্লা দাবি করেন আইএসএফ তাঁর বাড়ির লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ে। তাতেই জখম হন তাঁর স্ত্রী। ওই ঘটনার পরই তার বাড়িতে ছুটে যান ভাঙড়ের পর্যবেক্ষক সওকাত মোল্লা, আরাবুল ইসলাম-সহ অন্যান্যরা।

এদিকে এই ঘটনার পর সরিফুল বুধবার ১৬ জন আইএসএফ কর্মীর বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আইএসএফ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও জনসভা করে তৃণমূল। সেই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকাত মোল্লা, আরাবুল ইসলামরা।

প্রতিবাদ সভায় আরাবুল ইসলাম বলেন, “যে সমস্ত আইএসএফ কর্মীরা আমাদের দলীয় কর্মীর বাড়িতে বোমা ছুঁড়ল তাঁরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ অবিলম্বে তাঁদের গ্রেপ্তার না করলে আমরা থানা ঘেরাও করব।”

শওকাত মোল্লা বলেন, “ভাঙড়ের মাটিতে লড়াই হবে। ১ ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনারা বুক চিতিয়ে লড়াই করুন। যুদ্ধের ময়দানে যারা বিশ্বাসঘাতকতা করে তারা বিশ্বাসঘাতক। আমাদের দলের কেউ কেউ বিশ্বাসঘাতকতা করছে। আমি তাদেরকে অনুরোধ করব এমন কাজ করবেন না।”

এ বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “যাদের বাড়িতে বোমা মজুত করা ছিল, পুলিশ কেন তদন্ত করে তাঁদেরকে গ্রেপ্তার করছে না? আমি চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক। ওরা ওদের পুলিশের বিরুদ্ধে থানা ঘেরাও করতেই পারে। চোরের মায়ের বড় গলা।”