Birbhum: পরিত্যক্ত ঘরে বোমার গোডাউন,বিপুল বিস্ফোরক উদ্ধার বীরভূমে

এ যেন বোমার গোডাউন! বস্তা ভর্তি বোমা, বাক্স বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে (Birbhum) বীরভূমে। নলাহাটিতে চাঞ্চল্য। পরিত্যক্ত ঘরে রাখা হয়েছিল বোমা ও বিস্ফোরক। এ…

Crude bombs

এ যেন বোমার গোডাউন! বস্তা ভর্তি বোমা, বাক্স বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে (Birbhum) বীরভূমে। নলাহাটিতে চাঞ্চল্য। পরিত্যক্ত ঘরে রাখা হয়েছিল বোমা ও বিস্ফোরক। এ কি নাশকতার ছক উঠছে প্রশ্ন।

নলহাটির মধুপুরে ডাঁই করে রাখা বোমা দেখে এলাকাবাসী তীব্র আতঙ্কিত। তাঁদের ক্ষোভ বাড়ছেই। অভিযোগ, পঞ্চায়েতে ভোটের কারণে বোমা শিল্প চলছে জেলায়।

শুক্রবার রামপুরহাটে বিপুল বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। শনিবার নলহাটিতে মিলেছে বোমার গোডাউন। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বোমা-শিল্পের ফুলঝুরি ফুটছে বলে বিরোধীদের কটাক্ষ। এগরায় ভয়াবহ বিস্ফোরণের বহু মৃত্যুর পর একের পর এক বিস্ফোরণ হয়েছে ডায়মন্ডহারবার, দুবরাজপুর, দিনহাটা, ভাঙড়, ইংরেজবাজারে। এবার বীরভূমে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে।

শুক্রবার রামপুরহাটে কমপক্ষে ৩০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রামপুরহাটের নারায়ণপুর গ্রামে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় একটি ঘাস জমিতে গাছের গোড়ায় দুটি ড্রাম ভর্তি বোমা রাখা ছিল। সেগুলি একসাথে ফেটে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো বলেই আশঙ্কা। এলাকাবাসী সকালে বোমা ভর্তি ড্রামদুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নলহাটির ঘটনায় আতঙ্ক আরও বেশি।