Birbhum: বিকেলের পরেই হকি খেলা হবে, হুঁশিয়ারি কেষ্টর

সকাল থেকে শুরু হয়েছে ১০৮টি কেন্দ্রে পুরভোট। পুরভোটকে ঘিরে রবিবাসরীয় আবহাওয়া তপ্ত। একাধিক জায়গা থেকে মিলছে বিক্ষিপ্ত অশান্তির খবর। একাধিক প্রার্থীকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠেছে।…

সকাল থেকে শুরু হয়েছে ১০৮টি কেন্দ্রে পুরভোট। পুরভোটকে ঘিরে রবিবাসরীয় আবহাওয়া তপ্ত। একাধিক জায়গা থেকে মিলছে বিক্ষিপ্ত অশান্তির খবর। একাধিক প্রার্থীকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠেছে। চলছে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ির পালা। এরই মাঝে ভোট দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন ভোট দিয়ে বেরিয়ে এসে তৃণমূলের এই দাপুটে নেতা বলেন, ‘বিকেলের পর হকি খেলা হবে। সর্বত্র শান্তিতে ভোট চলছে।’ প্রতি বুথে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। ভোট সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ১৭ জন বিশেষ পর্যবেক্ষক রয়েছেন। এ ছাড়াও নজরদারিতে পুলিশ, সাধারণ এবং বিশেষ পর্যবেক্ষক। এই কাজের ভার দেওয়া হয়েছে বিশেষ ১০ জন আইএএস আধিকারিকের উপরে। বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার পুরসভাগুলিতে ভোট পরিচালনার জন্য জেলা পিছু এক জন করে আধিকারিক দায়িত্বে।

   

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ান তৃণমূলের এই দাপুটে নেতা। কলকাতার নিজাম প্যালেসে গরু পাচারকাণ্ডের তদন্তের স্বার্থে অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ।

অন্যদিকে সম্প্রতি ভোট পরবর্তী মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। হাইকোর্ট জানায়, আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আদালতের তরফ থেকে আরও জানানো হয়, তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চালাতে পারে সিবিআই। নেতাকে সকল তদন্তে সাহায্য করতে হবে।