Sagardighi by-election: সাগরদিঘিতে ‘সলিল সমাধি’র পথে টিএমসি

সাগরদিঘিতে (Sagardighi by-election) সকাল থেকে শুরু হয়েছে গণনা শুরুতেই চমক দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী।

সাগরদিঘিতে (Sagardighi by-election) সকাল থেকে শুরু হয়েছে গণনা শুরুতেই চমক দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী।

সাগরদিঘিতে (Sagardighi by-election) সকাল থেকে শুরু হয়েছে গণনা শুরুতেই চমক দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি আসনে ৫০ হাজার ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। সেই আসন কী হাতছাড়া হতে চলেছে?

বিধানসভা নির্বাচনের পর অবশ্য বদলেছে রাজ্য রাজনীতির পটভূমি। বিস্তর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। দলের বহু নেতারা এখন জেলবন্দী৷ সেই ঘটনার রেশ এসে পড়ল সাগরদিঘিতে?

প্রসঙ্গত, সাগরদিঘি আসন থেকে বিধানসভা নির্বাচনের জয়লাভ করেন সুব্রত সাহা৷ পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনেটে মন্ত্রী হন তিনি৷ গত ডিসেম্বর মাসে তাঁর প্রয়াণে সেই আসনে ভোটের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের সেই নির্দেশ মোতাবেক ২৭ ফেব্রুয়ারি হয় নির্বাচন৷ যেখানে তৃণমূলের হয়ে প্রার্থী হন দেবাশীস বন্দ্যোপাধ্যায়। যিনি মুখ্যমন্ত্রীর আত্মীয়। বিজেপির টিকিটে প্রার্থী হন দিলীপ সাহা এবং বামেদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী হন বাইরন বিশ্বাস৷

ভোটের দিনেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল। কখনও প্রার্থীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক দল৷ তারপর আজকের গণনায় যখন এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরান বিশ্বাস, মুখে কুলুপ শাসক দলের নেতাদের। তবে ফলাফল আগামী কিছু সময়ের মধ্যেই জানা যাবে৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷