Meghalaya: মেঘালয়ে পেস্টাল ব্যালটে তৃ়ণমূলের চমক, ত্রিপুরায় বিজেপি-বাম ঘাড়ে ঘাড়ে লড়াই

Meghalaya and Tripura election counting: রাজ্যের বাইরে তৃণমূল কি বড় শক্তি হতে চলেছে? মেঘালয়ে গণনার শুরু থেকে মমতা শিবিরের গতি তেমনই বলছে।

Mamata Banerjee Meghalaya Election

Meghalaya and Tripura election counting: রাজ্যের বাইরে তৃণমূল কি বড় শক্তি হতে চলেছে? মেঘালয়ে গণনার শুরু থেকে মমতা শিবিরের গতি তেমনই বলছে। তীব্র লড়াই করছেন মমতা। এ রাজ্যে তাঁর দল বিরোধী আসন থেকে ভোট যুদ্ধে নেমেছে। মেঘালয় নিয়ে আশায় দুলছে তৃ়নমূল শিবির।

ত্রিপুরায় প্রাথমিক গণনায় বিজেপি এগিয়ে গেলেও বেলা গড়াতেই বাম শিবিরের গতি বাড়ল। ঘাড়ে ঘাড়ে যুদ্ধ দুপক্ষের। এদিকে রাত থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। বিজেপি কর্মীকে মারধর করে জখম করার অভিযোগ তিপ্রা মথার বিরুদ্ধে। ফল ঘোষণার মধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় জারি ১৪৪ ধারা।

বেড়েছে। এদিকে রাজ্যের বিরোধী দল সিপিএমের তরফে সবকটি গণনা কেন্দ্রে গণ জমায়েতের ডাক দেওয়ায় উত্তেজনা চরমে। বাম শিবিরের অভিযোগ, ফল ঘোষণার সময় কারচুপি চালাতে পারে শাসক বিজেপি। সিপিএমের আহ্বানে সাড়া দিয়েছেন তিপ্রা মথার প্রধান রাজা প্রদ্যেত দেববর্মণ ও কংগ্রেস।