Tripura Election 2023: পোস্টাল ব্যালটে এগিয়ে গেলেও যত বেলা বাড়ছে বিভিন্ন কেন্দ্রে বিজেপির সাথে বিরোধী বাম-কংগ্রেস জোটের এগিয়ে থাকার ব্যবধান কমছে। আগরতলা কেন্দ্রে কংগ্রেসের সুদীপ বর্মণ এগিয়ে। আবার টাউন বড়দোয়ালি কেন্দ্রে পিছিয়ে মু়খ্যমন্ত্রী ড মানিক সাহা। (9.15 AM)
তিপ্রা মথার অগ্রগতিতে রাজ্যে গণনা পরবর্তী সমীকরণ নিয়ে তীব্র আলোচনা। মনে করা হচ্ছে রাজা প্রদ্যোত বাম -কংগ্রেস জোটের সাথে হাত মেলাতে পারেন।
তবে শাসক দল বিজেপির সাথে সিপিআইএমের লড়াই প্রবল। একাধিক কেন্দ্রে বিজেপি যেমন এগিয়ে তেমনই এগিয়ে বাম প্রার্থীরা।
ত্রিপুরা বিধানসভা ভোটের ফলাফল গণনা চলছে। পোস্টাল ব্যালট গণনায় শাসক বিজেপির প্রাথমিক ধাক্কা কাটিয়ে সিপিআইএম ও কংগ্রেস এবং তিপ্রা মথার এগোতে শুরু করেছে। গণনা ঘিরে কড়া নিরাপত্তা।এদিকে রাত থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। বিজেপি কর্মীকে মারধর করে জখম করার অভিযোগ তিপ্রা মথার বিরুদ্ধে। ফল ঘোষণার মধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় জারি ১৪৪ ধারা।
রাজ্যের বিরোধী দল সিপিএমের তরফে সবকটি গণনা কেন্দ্রে গণ জমায়েতের ডাক দেওয়ায় উত্তেজনা চরমে। বাম শিবিরের অভিযোগ, ফল ঘোষণার সময় কারচুপি চালাতে পারে শাসক বিজেপি। সিপিএমের আহ্বানে সাড়া দিয়েছেন তিপ্রা মথার প্রধান রাজা প্রদ্যেত দেববর্মণ ও কংগ্রেস।