BJP-তে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানিয়ে দিলেন নিজেই

‘বিজেপি (BJP)-তে যোগ দিচ্ছি’। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী…

‘বিজেপি (BJP)-তে যোগ দিচ্ছি’। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের প্রধান বিচারপতির কাছে। 

আজ তিনি জানিয়েছেন, ‘বিজেপি একটি সর্বভারতীয় পার্টি। আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছি।’ এদিন তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি জানান, ‘তৃণমূলের মুখপাত্ররা বহুবার অসম্মানজনক কথা বলেছেন আমাকে উদ্দেশ্য করে। বিচারপতিদের উদ্দেশ্য করে গালাগালি দিয়েছেন।’

তিনি জানান, ‘দল ঠিক করবে আমি প্রার্থী হবো কিনা। শিক্ষিতদের রাজনীতিতে আসা উচিৎ। ভদ্রলোকেদের বিজেপিতে আসা উচিৎ। তৃণমূলের জন্যই মাঠে নেমে লড়াইয়ের অনুপ্রেরণা পেলাম। রাজনীতি এখন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে।’

 

প্রাক্তন বিচারপতি জানান, ‘ব্যক্তি কুণাল ঘোষকে আমার খারাপ লাগেনি। বহু জেলায় এখন সন্দেশখালি আছে। তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বেশিদিন নেই। রাজনীতিটা দুর্বৃত্তদের জায়গা নয়।’