ফের তৃণমূল নেতার দাদাগিরি! নিরাপত্তারক্ষীর গায়ে হাত তুললেন পুর চেয়ারম্যান

tmc

এক নিরাপত্তারক্ষীর গায়ে হাত তুললেন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে এক বেসরকারী সংস্থার নিরাপত্তারক্ষী টোটো নিয়ে যাওয়ার বিরোধীতা করছে। সেই বিরোধীতাকে বুড়ো আঙুল দেখিয়ে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত ঘাসফুলের জনপ্রতিনিধি গায়ে হাত তুললেন সেই নিরাপত্তারক্ষীর। শুধু তাই নয়, বারণ থাকা সত্বেও তিনি গায়ের জোড়ে সেই টোটো তিনি কালনা রাজবাড়ির ভিতরে নিয়ে গেলেন।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা: মমতাকে কড়া নির্দেশ হাইকোর্টের

   

সূত্র মারফৎ জানা গিয়েছে, পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রিত কালনা রাজবাড়ির চত্বরে জোর করে টোটো নিয়ে ঢুকতে গেলে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। তখনই উত্তেজিত হয়ে এক নিরাপত্তা রক্ষীকে ঠেলে ফেলে হুমকি দিয়ে টোটো নিয়ে চলে যান কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। রাজবাড়ি মূল গেট দিয়ে টোটো নিয়ে জলের জার নিয়ে ঢুকতে যান পৌরপ্রধান। তখন টোটো নিয়ে ভিতরে ঢুকতে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। তাঁরা জানান টোটো নিয়ে ভেতরে ঢোকা যাবে না। এরপরে দেখা যায় কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দদত্ত ছুটে যান এবং সেই নিরাপত্তারক্ষীকে ঠেলে ফেলে সরিয়ে দেন।

এবার স্কুল পাঠ্যে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডনের ইতিহাস

আরও জানা গিয়েছে যে, গতকাল রাজবাড়ির একটি মন্দিরের একটি ভোগের আয়োজন করা হয়েছিল। সেখানে জলের জার নিয়ে একটি টোটো ঢুকতে গেলে বাধা দেন পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীরা। তাঁরা জানান যে, নিয়ম অনুযায়ী টোটো রাজবাড়ির ভিতরে ঢুকবে না। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুরো বিষয়টি রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা: মমতাকে কড়া নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত এই বিষয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের বক্তব্য, “একজন জনপ্রতিনিধির কখনই এরকম আচরণ কাম্য নয়। কারণ মানুষ তো সমস্যার পড়লে জনপ্রতিনিধিদের কাছেই আসে। কখনও প্রশাসনের কাছে যায়। জনপ্রতিনিধিদের সংযত থাকা উচিত।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন