হাওড়ার (Howrah) খালিয়া অঞ্চলে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে সমগ্র এলাকায়। ঘটনার প্রকৃত কারণ হল সেই এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে এলাকারই একটি বাড়িতে পরিচারিকার কাজ করে। হটাৎ ওই পরিবারে টাকা না পাওয়া যাওয়ায়, সেই বাড়ির লোকেরা সন্দেহ করে বাড়ির পরিচারিকা সেই টাকা চুরি করেছে। এর পরেই পরিচারিকার বিরুদ্ধেই টাকা ও গয়না চুরির অভিযোগ তোলে সেই পরিবার।
কারণ ২৫ দিন আগে সেই পরিচারিকা প্রেমিককে বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এই সময়েই ধনী পরিবারের ২০ লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। ধনী পরিবারের সন্দেহ, পরিচারিকাই ওই টাকা নিয়ে পালিয়েছেন। এর পর তাঁকে না পেয়ে ডেকে পাঠানো হয় তাঁর পরিবারকে। পরিচারিকার বাবা, মা এবং ভাইকে আটকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
অ্যান্টি ব়্যাগিং কমিটি ও অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য কমালো যাদবপুর বিশ্ববিদ্যালয়
তার পরে আবার পরিচারিকার বাড়িতে পৌঁছে যায় সেই ধনী পরিবার। সেখানে চড়াও হয়ে প্রথমেই পরিচারিকার ভাইয়ের চুল কেটে দেওয়া হয়। এরপর বাবা, মাকে মারধর করা হয়। সঙ্গে পরিচারিকার বাবা মায়ের মাথার চুলও কেটে দেওয়া হয়।
হাওড়ার জগদীশপুরের খালিয়ায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। বর্তমানে আতঙ্কে গোটা পরিবার সঙ্গে এলাকা ছাড়া হয়ে রয়েছে তারা। এই ঘটনার পুলিশ মামলা রুজু করে সঙ্গে তদন্ত চালায়। পাশাপাশি ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ।