১৫ জুলাই, সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলি (Shovan Ganguly) । বাওয়ালি ফার্মহাউসে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। বুধবার ছিল সাবেকি বৌভাতের অনুষ্ঠান। সেই ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন সোহিনী।
বুধবার শোভনের (Shovan Ganguly) বেলুড়ের বাড়িতে অনুষ্ঠিত হল ঘরোয়া বৌ ভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন সোহিনী (Sohini Sarkar)। ছবিগুলি শেয়ার করে, ক্যাপশনে অভিনেত্রী লিখেছে, “আগলে রাখবো। যত্নে থাকবো। “বৌ ভাতের দিন সোহিনী পরেছিলেন হালকা পিঁয়াজ রঙের বেনারসি শাড়ি। এর সঙ্গে অভিনেত্রী গলায় ছিল সোনার ডোকরা নেকলেস এবং কপালে ছোট্ট টিপ। শোভন পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবী এবং মাল্টিকালার জ্যাকেট। ছবিগুলিতে হাঁসি মুখে পোজে দিয়েছেন শোভন ও সোহিনী।
বিয়ের মতো, বৌভাতে ছিল বাঙালি খাওয়া দাওয়া। একটি নামি পত্রিকা সূত্রে জানা যাচ্ছে যে সোহিনী (Sohini Sarkar) ও শোভনের (Shovan Ganguly) বৌ ভাতের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, পুঁইশাকের ছ্যাঁচড়া, ইলিশ সরষে, মাটন, চাটনি, পাপড় এবং দুই রকমের মিষ্টি। বৌভাতে পরিবার ছাড়াও ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। তবে দেখা যায়নি ইন্ডাস্ট্রির সহকর্মীদের। শোনা যাচ্ছে যে শীতকালে তাঁদের সহকর্মীদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করবেন শোভন ও সোহিনী।
বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে কী লিখলেন রিচা চাড্ডা? জেনে নিন
শোভনের সঙ্গে প্রথম দেখার প্রথম বার্ষিকীতে তাঁর সঙ্গে আইনি বিয়ে সারলেন সোহিনী সরকার (Sohini Sarkar)। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি ফার্মহাউসে আয়োজিত হয়েছিল তাঁদের বিবাহের অনুষ্ঠান। আমন্ত্রীত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করে, ছবির ক্যাপশনে সোহিনী লিখেছিলেন, “দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।”
এর আগে একটি সাক্ষাৎকারে সোহিনী সরকার বলেছিলেন যে তিনি বিয়ে করলে, তাঁর বিয়ের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক থাকবে না। সোহিনীর ইচ্ছেকে মর্যাদা দিয়েই তাঁদের দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই আইনি বিয়ে সারবেন শোভন (Shovan Ganguly) ও সোহিনী। বিয়ের আগের দিন তাঁদের বন্ধুদের জন্য আয়োজন করা হয়েছিল পুল পার্টি।
গত বছর বর্ষার মরসুমে যিশু সেনগুপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে আলাপ হয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলির । এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা। তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি সোহিনী বা শোভনকে। বেড়াতে গেলেও, একসঙ্গে ছবি দেননি তারা। তবে সোশাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে তোলা বহু ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। প্রথম দেখার বছর খানেকের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের বিবাহ জীবন সুখের হোক এই কামনাই করছেন দুজনের অনুরাগীরা।